শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

নমনীয় অক্ষরের আদর || আমিনুল ইসলাম || ধারাবাহিক কবিতা

 নমনীয় অক্ষরের আদর

আমিনুল ইসলাম 


 



সূত্র  না মানা (অসম অবগ্যা); হতেও পারে 

ধরে নেওয়া লাটাই 

১লা পথ না হাঁটা চিহ্ণের ঘাড় মটকে দেবে

এটা অব্যাহত জেনেই 

পথ এগিয়ে চলুক 


প্রাসাদের সিংহদুয়ারে 

অবিচল দাবীহীন আহ্নিকগতির মন্ত্রবল


চিহ্ণ (সমান) শরীর; যদিও অবমাননার দায়

আদালত অনায়াসে স্নানাধিকার করে

এই করা (সমান) ক্রিয়া 

না করার অর্থ অচল

অচলায়তনে ১টি আয়তক্ষেত্র রাখা

যার নৈরিত কোনে দ্বিধাহীন ১টি পানশালা ঘুমিয়ে আছে 


দড়ি টানাটানি খেলায়

অংশ নিলে ক্ষমতার অনধিকার প্রবেশ

মেনে নিতে হবেই

এবং এটি অবশ্যম্ভাবী 

সৎ বাক্যালাপের জার্সি নং ও রং জানার উপায়

টুনটুনি পাখি নিয়ে ফুরুৎ ~


1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...