চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৫২
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
মেদিনীপুর ; ২৫-০১-২০২১; সন্ধ্যা ৬:৩৬; ইচ্ছে ছিল ৷ ফটো ক্লিকের ৷ একটা দৃশ্যের ৷৷ হাঁটছে ৷ লাঙল ৷ আলুক্ষেতে ৷৷ চলছে দু-পার্ট ৷ হাঁটছে বক ৷ হাঁটছে শালিক ৷ হাঁটছে কাক ৷ খুঁটে খাচ্ছে পোকা ৷৷ খুনসুঁটি ৷ হাঁটতে হাঁটতে ৷৷ কৃষক ৷ হাঁটছে ৷ হাঁটছে পাখি বন্ধুদের নিয়েই ৷৷ এই যে অভয় ৷ এই যে সম্পর্ক ৷ তুমি ফটো হতে চাইছিলে কেন !! এই দৃশ্য ৷ কবিতা হয়ে গেলে !! এই যে কবি ৷ আজ বাজার গেছিলে ? কত দাম ! আলুর !! লসে হাঁটছে চাষী ৷৷ ফটো হতে চাইছে ৷ তার হাঁটা ৷৷ থেকে যাচ্ছে ৷ কবিতা হয়েই ৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন