বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

সুচারুরূপে পরিবেশিত একটি পত্রিকা" সারস " পৃথা চট্টোপাধ্যায় || কিছু বই কিছু কথা

সুচারুরূপে পরিবেশিত একটি পত্রিকা" সারস "

পৃথা চট্টোপাধ্যায়



"...ভয় করে। মনে হয়, এ মুহূর্ত বুঝি সত্য নয়" কবি নবনীতা দেবসেনের প্রয়াণে কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করে প্রকাশিত হয়েছে স্বচ্ছ, ছিমছাম, মার্জিত একটি পত্রিকা "সারস" ১৪২৭ আশ্বিন সংখ্যা। পত্রিকার সম্পাদক হলেন মৌলিক পাঠক। তাঁকে সহযোগিতা করেছেন অর্ধেন্দু বিশ্বাস ও সুনীল সোনা। পত্রিকাটি খুব ছোট আকারের হলেও বিশিষ্ট কবিদের লেখায় সমৃদ্ধ। পড়তে ভালো লাগে মলয় গোস্বামীর লেখা কবিতা "নৌকার পাশ থেকে , কেউ জলে পড়ে গেলে /জল ছিটকে- এসে লাগে অন্য জীবনে".., অথবা " ভাঙা আয়না দিয়ে বিচ্ছুরিত/বিষাদ নিয়ে বসে আছি ..../ আয়নাভাঙার মধ্যে আজ/ বড্ড কোলাহল "। তীর্থঙ্কর মৈত্রের কবিতায় " নতুন বৌয়ের মুখে ধান ভানা কষ্টে নামে ঘাম" "যিশুর বাণীর মত গ্রাম্য পথ" ," প্রথম কার্তিকের চাঁদ এখনো সহজ আছে/ডুমুর ডালের পাশে কলোনির নিতাইয়ের মতো" এইসব টুকরো টুকরো চিত্রকল্প পাঠককে মুগ্ধ করে। কবি গোলাম রসুল এর অনবদ্য একটি কবিতা "ঘরের বাইরে বৃষ্টি পড়ছে" রয়েছে এই "সারস "পত্রিকায় । গোলাম রসুল যখন লেখেন " যোনির ভিতরে বুভুক্ষু যুদ্ধ/ কায়াহীন ঈশ্বরের গায়ে জামা নেই ".. পাঠকের মন দেহ নয় এক অতীন্দ্রিয় দেহাতীত বোধে উন্মীলিত হয়। এই পত্রিকায় কবিতা লিখেছেন তৈমুর খান, সমরেশ মন্ডল, সুনীল সোনা, ময়ূখ হালদার, জ্যোতির্ময় মুখোপাধ্যায়, রাজীব মিত্র,সুপম রায় , চঞ্চল নাইম, শংকর দেবনাথ, শামীম নওরোজ প্রমুখ কবিগন। প্রবন্ধ লিখেছেন অর্ধেন্দু বিশ্বাস । এই পত্রিকার সুন্দর প্রচ্ছদটি করেছেন উৎপল মান। ক্ষুদ্র পরিসরে আলোচনায় সব কবির নামোল্লেখ করতে পারলাম না বলে মার্জনা করবেন। পত্রিকাটির সব লেখাই খুব ভালো লাগল। পত্রিকাটির কোনো বিনিময় মূল্য নির্ধারণ করা নেই। সম্পাদক মহাশয় পত্রিকাটি নিজ উদ্যোগে ডাকযোগে পৌঁছে দিয়েছেন কবিদের কাছে। এজন্য অসংখ্য ধন্যবাদ সম্পাদক মহাশয়কে। পত্রিকাটি আরো সমৃদ্ধ হোক এই কামনা করি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...