বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

ঝিনুকের নাও || জহির খান || আজকের কবিতা

ঝিনুকের নাও

জহির খান




প্রেম  প্রেমে পড়ে গেল
জলে ভিজে  আগুনে পুড়ে
একেবারে যেন যা ইচ্ছে তাই
এক বিকেল মাতাল সময় ধরে...

আর দারুণ সব সময়
তুমি আমাকে নিয়ে চলো
সুদূর পরাহত বনে জঙ্গলে
যেখানে স্বেচ্ছায় আমি কখনো কখনো
নরকবাসও করতে পারি
কখনো কখনো মহুয়ার গান
আবার হয়তো শাল নৃত্য...

অতঃপর
পাঠ ঠাকুর অননুমোদিত
প্রত্যেকেই এই বেশ ঠুকে আগুন জলে
এখন খোঁজে অনেক ঝিনুকের নাও
বেশ হয় তবে তাহাদের গান...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...