রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

১০ টি আটপৌরে কবিতা ।। এ কে সরকার শাওন ।। বাংলাদেশ, Atpoure

১০ টি আটপৌরে কবিতা

এ কে সরকার শাওন




১. বিকেল

চা, বৃষ্টি, বারান্দা

দু'জনে 

নরম আলোয় ছুঁয়েছে  মন।


২. জীবন

আয়েশি  ঘুম   ভাঙ্গা

এলার্ম

অন্তহীন  ছুটে চলে অবিরাম! 


৩. মা

ভাত, ডাল, ভাজি

ঘ্রাণ

স্মৃতি ফিরিয়ে আনে শৈশব। 


৪. একলা

চেয়ার, বই, বাতি

নিঃশব্দ

সময় ধীরে   হাঁটে চুপিচুপি।


৫. প্রেম

তীর্যক চোখ, হাসি, 

তাঁর 

অকথিত ভাষায় ভিজে মন।


৬. কাপুরষ 

ইচ্ছে  হবো হবো

দুঃসময়ে 

আজ হতে হলো কাপুরষ!


৭. দুপুর

ঘাম, ছায়া, জানালা

নীরবতা

শরীর নুইয়ে পড়ে অলসতায়।


৮. বৃষ্টি

ছাতা, জল, পথ

ভিজে

ফুটপাথে জমাট নোংরা জল।


৯. গ্রাম

ধান, গরু, গোপাট

সবুজবীথি 

কলকাকলীতে মম ছুঁয়ে যায়।


১০. বন্ধু

হাসি, গল্প, সন্ধ্যে

চিরকাল

ভাঙা বেঞ্চেও থাকে আনন্দ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...