শক্ত পোক্ত
নীলাঞ্জন কুমার
টক শো তে হাজারো তরজা
ব্রেকিং নিউজের জোয়ার
বুদ্ধিজীবীর চুলচেরা বিশ্লেষণ
সাংবাদিকের অবিরাম ছোটাছুটি
কোন শক্তপোক্ত সুসময় এনে দিলো না।
হাওয়া বাতাসের এখন মনখারাপ
ঝরে পড়ছে কান্না হয়ে
লুম্পেনের বাজানো লারেলাপ্পা গানেও
কোন জোশ আসছে না
মড়া পোড়া গন্ধতে গা গোলাচ্ছে
আর ছুঁয়ে থাকছে হিসেবী কুচক্রী।
এসব ঝেড়ে ফেলতে চাইলে
চাই শক্তপোক্ত জনস্রোত...
খুব সুন্দর একটি কবিতা।
উত্তরমুছুন