বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮

দেহলিজ-এর দ্বিতীয় সংখ্যা। বাংলা ৷ অষ্টম বর্ষ ৷নবপর্যায়৫৯৬

দেহলিজ-এর দ্বিতীয় সংখ্যা প্রকাশ





সম্প্রতি ১৮ই আগস্ট, ২০১৮ প্রকাশিত হলো দিল্লীর সাহিত্যকর্ম সংক্রান্ত অনলাইন পত্রিকা দেহলিজ-এর দ্বিতীয় সংখ্যা।এটি একটি অনন্য প্রকাশ, কারণ এর সম্পাদকীয়তে বর্ণিত স্পষ্টতর উদ্দেশ্য, যার এক এবং একটাই উদ্দেশ্য ~ তুলে আনা সেই সাহিত্য, যা দিল্লীর এবং যেখানে সর্বত্র পাওয়া যাবে দিল্লীস্থিত বাংলার রস ও গন্ধ।সম্পাদকীয়-র কিছু অংশ খুব গুরুত্বপূর্ণ, "ডায়াস্পোরা নিয়ে কথা হয়, দিল্লীর বাংলা শব্দে হরিয়াণভি ঠাট্, বরিশালের গাংচিল আর রংপুরের লালমাটির মতোই স্পষ্ট।তো জাহির হে, বাংলাকে শুদ্ধ বলতে যত প্রয়াসই হোক, আমরা আরাবল্লির মাটির গন্ধকে কি করে ভুলে যাই?"।এর আগে দেহলিজের প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় দিল্লী রবীন্দ্রভবনে রবীন্দ্রজয়ন্তীর দিন।প্রকাশ করেন দিল্লীর বাংলা কবিতার প্রাণপুরুষ ও দিল্লী হাটার্স পত্রিকার সম্পাদক, কবি শ্রী দিলীপ ফৌজদার।দিল্লীর লেখক কমিউনিটি দ্রুত ডেভেলপ হওয়ার ভিতরেই শুরু হলো দেহলিজ পত্রিকার পথ চলা।নিজস্ব ডোমেন সহযোগে তাদের ঠিকানা http://www.dehlij.com


সংবাদদাতা : রাহুল গঙ্গোপাধ্যায় , আই-সোসাইটি নিউজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...