বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮

আজকের কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৯৬ । অষ্টম বর্ষ । ২৩-০৮-২০১৮ । আরিফুর রহমান

আজকের কবিতা

বন্ধন

আরিফুর রহমান

উঠোন ভরা রোদে
ছায়া সমেত
আমার মেয়েটা দাঁড়িয়ে।
'ও কে?' স্বভাবসুলভ প্রশ্নে
ওকে জানালাম, ও তোমার 'আলোর পথযাত্রী'
'আর অন্ধকারে?'
অন্ধকারে...অন্ধকারে তোমার ভেতরেই
থাকে চুপটি করে। ও তোমার বন্ধু যে!
কি বুঝল জানি না,
হয়তো ভালোবেসেই ফেলল
নিজের ছায়াকে!
আমি পরম যত্নে ওর উপর ছাতা মেলতেই
বন্ধুর শোকে হাত পা ছুঁড়তে লাগল,
আর কি আশ্চর্য! আমি জানতামই না
ওর আশেপাশে এতো বর্ণবাদী ছিল!
সব রক্তাক্ত মুখে পালিয়ে গেল।

হাওয়া এসে নিয়ে গেল ছাতা
সেই থেকে, আমরা বাপ বেটি'তে
আলো ভরা পথে হাঁটছি।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...