শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

কবিতা || পাটিগণিতের পাটিসাপটায় || অভিজিৎ দাসকর্মকার

পাটিগণিতের পাটিসাপটায়
অভিজিৎ দাসকর্মকার


বাড়ীর আধ-শোয়া খাট সন্ন্যাস শিখিয়েছে , অহল্যাবাই রাস্তার সমকোণে সময় ও দূরত্ব may মাসের ১টি নির্দিষ্ট সপ্তাহে ক্রমশই বিপ্রতীপ মোড়ে ঘুরছে |

চোখের ড্রপ গড়িয়ে পড়ছে বাথরুমের বেসিনে___

যে মেয়েটির কোমরে পরিপাটি সাপটা। উলটো পাতায় লেখা আছে ১১ই মে এবং love is not love...

ওই দ্যাখো চোখের আড়ালে বেড়ে চলেছে কোলেস্টেরল এবং তার  নিয়ন্ত্রণ।দেয়ালের ফাটল জুড়ে চুঁইয়ে চুঁইয়ে পরছে এডউইন অলড্রিন আর নিরক্ষর জ্যোৎস্না____

শব্দ থেকে হিংসা তুলছে সিন্ধু-কুমার, আর স্নিগ্ধতার প্যান্টোগ্রাফ করছে নদী। নাব্যতা ঝুঁকে পড়ছে কি-বোর্ডে,

আধারকার্ডে যে ছবিটির বিজ্ঞাপনে ২১শে মার্চ বেলা ১০: ৩৭ মিনিট লেখা আছে , তার আরবী শব্দ থেকে  গন্ধ আসছে জামার কলার, প্যান্টের জিপ্ এবং প্রকাশিত হওয়া দৈনিক প্রয়াসের comment box-এ।

    ওকে তথাগত চেনাও। পাটিগণিতের পাটিসাপটায় এখনো দাঁতক্যালাচ্ছে লাল বাসকের রস_____
ঠাণ্ডা কমছে। মাথায় রাখা হয়েছে পিটুইটারি with ১২:১৫ am -এর মোবাইল স্ক্যান নোটিফিকেশন...


*

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...