বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || প্রবীর বন্দ্যোপাধ্যায় রচিত...

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার

নষ্টদিন ... সাজিয়ে তুলছি । প্রবীর বন্দ্যোপাধ্যায় । স্রোত পাবলিকেশন । একশো কুড়ি টাকা

' বাতাসে তৃষ্ণা ওড়ে- বিশ্বস্ত আঙিনা আজ নেই/ কোথাও বিশ্বাস পোড়ে- সম্পর্ক ভাঙে সহজেই ' কিংবা
' আমি পৃথিবীর বেদনার জায়গায়/ আঙ্গুলি স্পর্শ করিনি কখনো ' - মতো পংক্তি  যখন কাছে আসে তখন কবির কবিতা টানটান করে পড়তে শুরু হয়ে যায় । কবি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় কাব্যগ্রন্থ ' নষ্টদিন ... সাজিয়ে তুলছি ' -র ভেতরে এ ধরনের পংক্তি ঠাসা তাই তারিয়ে তারিয়ে তা উপভোগ করার পরও রেশ থেকে যায় । কবির ভেতরের  সন্ন্যাস ও মোহময় শব্দচয়ন বশ করে নেয় পাঠকের মন, যা সচেতন পাঠকের একান্ত কাম্য ।
              ' বয়স্ক গাছেদের পুরোনো পাড়ায়/ সারারাত খনিজ আহ্বান ঝরে ।' নয়তো, ' দ্বিরাগমনে দেখতে পাবে / কেমন শরীর খুলে পড়ে আছে/  ব্যর্থ প্রেমের মাশুল- ' মতো পরিণত উচ্চারণ পড়তে পড়তে মনে হয় কবি প্রবীরের কাছ থেকে আরো বেশি চাহিদা থেকে যাচ্ছে । একটা কথা না বললেই নয়, এই কবি যতখানি শব্দচয়ন ও গঠনের দিকে কুশলী, যৌক্তিক দিক থেকে কবিতাকে উচ্চতায় পৌছে দিতে ঠিক ততটাই তাকে এগিয়ে যেতে হবে, না হলে আশ মিটবে না । কিছু কবিতার শব্দ বাড়ানোর দোষও লক্ষ্যণীয় । হিরণ মিত্রের প্রচ্ছদ শিল্পীর সুনাম অক্ষুণ্ণ রেখেছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...