শুক্রবার, ১২ জুন, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার

আলোদের ঈশ্বর । দেবাশিস সাহা । আলকাপ । ষাট টাকা ।

কবি দেবাশিস সাহা পরপর যেভাবে কাব্য পুস্তিকা প্রকাশ করছেন ও তাতে বিভিন্ন ধারণা আমাদের মাথায় ছড়িয়ে দিচ্ছেন তাতে কিভাবে আনন্দ প্রকাশ করবো তা ভেবে পাচ্ছি না । চিত্ররূপময়তার  সান্নিধ্যের ভেতরে তিনি বিভিন্ন দিক যে ব্যাখ্যা করেছেন তাতে একজন কাব্য পিপাসু মানুষ হিসেবে উপকৃত হয়ে যাচ্ছি ।দেবাশিস যখন লেখেন: 'কে যেন/ পেট থেকে/ গলাধাক্কা.../ বের করে দিচ্ছে খিদে / খিদের ভারে ফুলে উঠছে রুটি '(রুটি) কিংবা ,'গাছেদের ইতিহাসে আমরা ভিলেন/  পাখিদের  গল্পে ভীষণ বিশ্বাসঘাতক । '( ' গাছ- পাখির ইতিহাস ')-এর মতো পরিচ্ছন্ন ব্যঙ্গ তুলে ধরতে বহুদিন দেখিনি ।
            দেবাশিসের  কবিতার ইঙ্গিত আমাদের শেখায় সেই বৃহত্তর জায়গায় পৌঁছোতে যা ধীরে ধীরে ওঁকারে
গিয়ে মেশে । উদাহরণ  : ' কথা বলা হারমোনিয়াম/ আমাদের পারিবারিক বন্ধু । ' এ সত্য আমরা অবিরাম জানলেও কেউ কি মগ্ন হয়ে ভেবেছি ? দেবাশিস ভেবেছে বলে সে আলাদা । তাঁর এই প্রকরণকে সম্মান  দিতে হবে।
          এ কবি মানুষের চাহিদা অনুযায়ী ডিকসন ব্যবহার করেন না । তাই এক একটি কথা যেন যেতেই চায় না মনের থেকে । এ খেলা  দেবাশিস জানে । কৃষ্ণজিৎ সেনগুপ্তর প্রচ্ছদ কথা বলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...