মঙ্গলবার, ৯ জুন, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার


রেশমা এবার পরচুলা খুলে রাখি । মানসকুমার চিনি । বাকপ্রতিমা ।কুড়ি টাকা ।

কবি মানসকুমার চিনির কবিতার  দীর্ঘ পথ নিয়ে আমরা যারা কিছুটা জানি , তারা বুঝি সে পথে কাঁটা কতটা ভয়ঙ্কর । কিন্তু তার কাব্যগ্রন্থ 'রেশমা এবার পরচুলা খুলে রাখি 'তে  তিনি নিজের মনকে উজাড় করেছেন একদম নিরাভরণ অবস্থায়, যা তাকে খুঁজে নিতে সাহায্য করে। যখন তিনি লেখেন ' কতদূর .. কতদূর .../ মন তীব্র গতিতে ছুটে গেলে/ ভালোবাসা তির ও ধনুকে বিঁধে যায় '  কিংবা ' মনের আর দোষ/ সে শুধু জলের মতো ঘুরে ঘুরে চলে/ নদী থেকে সমুদ্রে ' তখন তার ভেতর সেই রূপ প্রত্যক্ষ করি ।পরচুলার মধ্যে যে আলগা সৌন্দর্য লুকিয়ে থাকে ও তাকে খুলে ফেললে আসল মানুষটি দৃশ্যমান হয়, তা তিনি প্রত্যক্ষ করতে চেয়েছেন । প্রেম কতখানি গভীরভাবে আঁকড়ে ধরে থাকতে পারে, তাঁর  প্রিয় পংক্তি তিনি উচ্চারণ করেন স্বাভাবিক ভঙ্গিতে: 'পুড়ে গেছে আমার সুখ/  আমার আনন্দ ভাসতে ভাসতে/ খাদের কিনারায় ঝরে পড়ে বৃষ্টি হয়ে ।'  কিংবা 'ঘর ছেড়ে পালানোর পর/ আর কী কী  পড়ে থাকে? / এ প্রেমের কবিতা/ আমারই রক্তে
লেখা ' ।
             মানসের প্রেমের কবিতার ভেতরের প্রেম কোন গোলা বস্তু নয় বা স্রেফ অর্গাজম কেন্দ্রিক কিছু বিষয়ও নয় । তাই পাই পরিচ্ছন্ন রূপে যা প্রেমকে গাঢ় করে ভাবতে ভালোবাসে ।প্রচ্ছদকারের নামহীন প্রচ্ছদটি কেন এখানে প্রচ্ছদ হিসেবে নির্বাচিত হল বোঝা গেল না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...