Sunday, June 28, 2020

রুদ্র কিংশুক || পাঁচটি "লুন" || কবিতা

রুদ্র কিংশুক
পাঁচটি "লুন"


১.
পাতার আড়ালে
মৌটুসি
গাছের হৃদস্পন্দন।
২.
গাছেরা স্তব্ধ
চলমান
মাটির অন্ধকারে।
৩.
হারানো চাবির
ফেরতে
বিড়ম্বনা খুব ।
৪.
ভিজে কলাগাছ
প্রণত
মাটির খুব কাছে ।
৫.
সকালের সূর্য
আয়নাতে
শিশির ভেজা ঘাস। 

No comments:

Post a Comment

পূরবী-৩৬ || অভিজিৎ চৌধুরী || ধারাবাহিক উপন্যাস

পূরবী(৩৬)  অভিজিৎ চৌধুরী। হুগলির গঙ্গা আর মা যে"ন মিলেমিশে রয়েছে তীর্থের স্মৃতির খাতায়।এখন খুব বিতর্ক হচ্ছে কোন ভাষা ক্লাসিকাল তা নিয়ে।...