♦ রাতের প্রতিচ্ছবি
জামাল দ্বীন সুমন
উপোস রাতের অন্ধকার ভেদ করে
আকাশের পর্দায় ভেসে উঠে
আদিবাসী প্রেমিকার মুখ
ওর চোখে অশ্রুমেঘের কারুকাজ
দেহের ভাঁজে ভাঁজে পুষ্প-সাজ
প্রেমরসে ভেজা তার লজ্জানত মন।
যখন সে কথা বলে-
মুখে তার স্তব্ধ-রাতের প্রতিচ্ছবি
জেগে উঠে প্রেমিকের প্রাণ
অন্তরীক্ষে জ্বলে উঠে নক্ষত্র আলো।
উপোস রাতের ঘুমঘোরে এসেছিলে
উষ্ণ আলিঙ্গনে জ্বেলেছিলে মোম-দীপশিখা
সেই প্রেম মরে গেছে কবে
তবু তার জাফরান ঠোঁটে
আজও ফোটে রক্তজবা ফুল।
হে অমবস্যার অগ্নিকন্যা
হৃদপিন্ডের পেন্ডুলামে কেন থাকো ঝুলে
একবার কাছে এসে ধরো এই হাত
এভাবেই কেটে যাক স্বপ্নের রাত।
______________________________
রাজশাহী-১৯/০৯/২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন