শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

শব্দব্রাউজ ১৫২ || নীলাঞ্জন কুমার

     শব্দব্রাউজ ১৫২ || নীলাঞ্জন কুমার



 

 শব্দব্রাউজ ১৫২ । নীলাঞ্জন কুমার


তেঘরিয়ার বিপাশা আবাসন কলকাতা ১৫।৪। ২০২১সকাল ৮টা ১০মিনিট । পয়লা বৈশাখে যতই দাবদাহ আসুক,  গোটা দিন সব ভুলে কাটিয়ে দেওয়া যায়  ।  শুভ নববর্ষ বলতে বাধা থাকে না ।


শব্দসূত্র  :  এসো হে বৈশাখ


এসো বৈশাখ,  নতুন হয়ে
এসো আনন্দ,  সারাক্ষণ
এসো শান্তি,  এই কামনা ।


এসো হে ,   নব আনন্দে
এসো হে,  জীবনানন্দে
এসো হে,  উচ্ছ্বলতায় ।


এসো বৈশাখ,  নব আহ্বানে
এসো বৈশাখ,  সুখময়তায়
এসো বৈশাখ,  বৈচিত্র্যের আনন্দে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...