International Yoga Day লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
International Yoga Day লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২১ জুন, ২০২১

জীবনে যোগ || অরবিন্দ মুখোপাধ্যায় || IDY,

জীবনে যোগ  

অরবিন্দ মুখোপাধ্যায় 



যোগীরাজের সংসারে মন আর আত্মার প্রেম 

পর্বতের মত অটল স্থিতধী প্রাকৃতিক ফ্রেম

আত্মা লভে পরমাত্মার সখ্য 

অন্তবিহীন সম্ভাবনায় দক্ষ 

বিশ্ব পরিব্রাজক যোগ বিতরে বিচ্ছুরিত আলো 

স্বাধীন দেহে স্বাধীন মনে দূরীভূত করে যতেক কালো

সূর্যের মত যোগ জীবনের প্রহরী 

জনসমুদ্রে স্বাস্থ্যে উঠেছে লহরী 

প্রাণবায়ু আজ চেতনায়  মিশে

                    জয়গান গাহে জীবনের 

শৃঙ্খল ভেঙ্গে শৃঙ্খলা জাগে

                    বিপ্লব আহা এ কি মনের ।


      ----------------------------------------

যোগে ফেরো দিন || সৌমিত্র রায় || IDY,Poem,

যোগে ফেরো দিন

সৌমিত্র রায়



ক্ষেতখামারে পাখির দীর্ঘশ্বাস,

পতঙ্গদের ইতিহাস লেখে ছায়া,

তোমার হৃদয়ে কোন বাসনার বাস,

চেতনায় শুধু আঁকড়ে ধরেছো কায়া ৷৷


মেঘেরা বলছে মিছে কবি কেনো ভাবো,

উড়ে উড়ে তারা দেখে পৃথিবীর রূপ,

বিয়োগের দিনে তবু আশা বাঁধে কবি,

যোগে ফেরো দিন, আলো দাও অরূপ ৷৷

যোগাসনের ভ্রুণ || শ্রীকান্ত ভট্টাচার্য || IDY,Poem,

যোগাসনের ভ্রুণ

শ্রীকান্ত ভট্টাচার্য



নাম

প্রহর 

দন্ড,পথিবীর বুক খোলা বরষায়,,,৷  

প্রহর, মানুষ ব্যাধির স্তব ঘাঁটছে হাত মন ধরে, 

লগ্ন,কবিরাজ যোগাসনের ভ্রুণ

বুদ্ধের কথকতা লিখে উঠছি

শেষের প্রায় এই মুহূর্ত।

সুস্থ থাকতে যোগাসন || সায়নদীপ পান্ডা || IDY,Poem,

সুস্থ থাকতে যোগাসন

সায়নদীপ পান্ডা 



সুস্থ-সবল রাখতে দেহ মন,

প্রতিদিন করতে হবে যোগাসন।

প্রতিদিন যোগাসন 

অনেক রোগের প্রতিষেধক

নিয়মিত যোগসন 

সতেজ রাখে মন।

শলভাষন, ভূজঙ্গাসন আরো  যোগাসন।

যোগাসন || শান্তনু পাণ্ডা || IDY,Poem,

যোগাসন

শান্তনু পাণ্ডা 



যোগাসন শরীর ও মনের 

অলসতা দূর করে,

আত্মসংযম ও একাগ্রতা আনে মনে ।

আত্মনির্ভরতা ও শৃঙ্খলা বোধ  তৈরি করে।

যোগব্যায়াম তৈরি করে 

ভক্তি, শ্রদ্ধা, বিনয় ও নম্রতা

শালীনতা, দৃঢ়তা ও ধৈর্যশিলতা ।

যোগা আনে আত্মবিশ্বাস ও শিষ্টাচার।

জনস্বাস্থ্য এর পরিচালক যোগসন।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...