শুক্রবার, ১৯ জুন, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার

আমি শবর বলছি । দেবাশিস লাহা । রূপকথা প্রকাশন । দুশো টাকা ।

চার  ফর্মার বইয়ের দাম দুশো হোক বা যাই হোক,    প্রকৃত পাঠক অবশ্যই খোঁজে সেই কবিতা, যা দামের মূল্য দিয়ে মূল্যায়ন করা যায় না । কবি দেবাশিস লাহার কবিতা পড়ে মাথায় প্রশ্ন জাগে, তাঁর কবিতাকে বাঃ না বলে আঃ বলতে ইচ্ছে হয় কেন?  উত্তর নেই । তাঁর সাম্প্রতিক কাব্যগ্রন্থ ' আমি শবর বলছি ' এমন কাব্যগ্রন্থ যার ভেতর ছুঁয়ে ফেললে মন্ত্রমুগ্ধ হতে হয় । তাই এ সব পংক্তি বারবার পড়তে ইচ্ছে জাগে: ' কোথাও হাতকে আমি পাখি হতে দেখি না; তবু সুতীব্র গরমে ফ্যান বন্ধ করে দিই; হে তালপাখা তুমি উর্ধগামী হও ।' (' হাতপাখা ') , ' তখনও লড়াইয়ের শ্লোগান তুলছিল/ মৃতদেহের থুতু ছেটানোর অধিকার দেওয়া হোক । ' ( থুতু ')।
            দেবাশিসের প্রতিবাদ অন্যান্য কবিদের থেকে বেশ কিছুটা আলাদা । তার যেকোনো প্রতিবাদী উচ্চারণ ট্যুইস্ট করে: ' মৃতদেহ নিয়ে খিল্লি করতে নেই; / তারা যেখানে গেছে তোমরাও সেখানে যাবে । '
( মৃতদেহ নিয়ে খিল্লি করতে নেই) । পাশাপাশি দেবাশিস অত্যন্ত স্মার্টভাবে ধোঁয়ার অনুষঙ্গে অবাক করা কবিতা লেখেন: ' তবু সিগারেটে টান দেওয়া মাত্র যেন মনে হয় রোদ্দুর নয় ,জ্যোৎস্না নয় , ধোঁয়া আমি শুধুই ধোঁয়া হয়ে  যাচ্ছি ।'
       ' আমি শবর বলছি ' সেই বই যার জন্য অপেক্ষা করার দরকার পড়ে । লিখতে গিয়ে থামতে হয় প্রকৃত মূল্যায়নের জন্য । প্রবীর মন্ডলের প্রচ্ছদ দেখার মতো, তবে বই ও কবির নাম বড়বড় হরফে ছাপাতে কিছুটা বৈসাদৃশ্যও ঘটেছে ।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...