Soumitra Roy লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Soumitra Roy লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

আনন্দ মঙ্গল ।। Anandamangal, Sou।itra Roy

 সুপ্রভাত বন্ধুরা...





"আনন্দমঙ্গল" প্রকাশের আজ তৃতীয় দিন। দৈনিক বাংলা-য় প্রভাতী সংস্করণে এখন শুরু হয়েছে ধারাবাহিকভাবে "আনন্দমঙ্গল" প্রকাশ। অনলাইনে প্রকাশমান এই লেখাটি আপনার কেমন লাগছে, আপনার মূল্যবান মতামত আমাদের লিখে জানালে বাধিত  হবো। 



।। আনন্দ ।।

শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

আনন্দমঙ্গল- ২ ।। Anandamangal Soumitra Roy

 আনন্দমঙ্গল- ২


শুভ  সকাল বন্ধুরা, দিনটি আনন্দময় হয়ে প্রাণঢালা শুভেচ্ছা জানাই । 


দৈনিক বাংলা-য় প্রভাতী সংস্করণে এখন শুরু হয়েছে ধারাবাহিকভাবে "আনন্দমঙ্গল" প্রকাশ। আজ  দ্বিতীয় দিন । 


বাংলার কাব্য সংস্কৃতিতে মঙ্গলকাব্যের সম্মান জানাতে আমাদের এই উদ্যোগ । আনন্দমঙ্গল পুস্তক থেকে অনলাইনে প্রকাশমান এই লেখাটি আপনার কেমন লাগছে, আপনার মূল্যবান মতামত আমাদের লিখে জানালে বাধিত  হব। 


শুভ দিন 


।। আনন্দ ।।




বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

** আনন্দমঙ্গল কথা- ১ ।। Anandamangal, Soumitra Roy

 আনন্দমঙ্গল কথা

সৌমিত্র রায় 


(১)

শুভ সকাল বন্ধুরা-

কয়েক বছর আগে মেদিনীপুরে একটি দুর্গা মণ্ডপের সামনে একটি book stall- এ একজন বিজ্ঞান শিক্ষকের সাথে কাব্য বিষয়ে আলোচনা চলছিল । তিনি ছিলেন বাম দর্শনে বিশ্বাসী । কথা প্রসঙ্গে হঠাৎ তিনি বলে উঠলেন " মঙ্গলকাব্য" বাঙালি জাতিকে অনেকটা পিছিয়ে দিয়েছে । বিপক্ষে গেলাম আমি । বিজ্ঞান ও সাহিত্য দুটোই আমার প্রিয় । যুক্তি পাল্টা যুক্তি-- জমে উঠেছিল আলোচনা । সেদিন তাঁর কথা মেনে নিতে পারিনি । মঙ্গলকাব্য আমার কাছে শ্রদ্ধার এবং গৌরবের। মনে মনে স্থির করেছিলাম মঙ্গলকাব্যের নব রূপায়ণ করবো। 


মানব সভ্যতার রূপান্তর পর্ব শুরু হয়ে গেছে । পৃথিবী মা প্রকৃতিতে রূপান্তর আনছেন । হবে spiritual রূপান্তর । এমন এক গুরুত্বপূর্ণ সময়ে লিখে ফেললাম মঙ্গলকাব্যের নব রূপায়ণ । বইটির  প্রথম সংস্করণ প্রায় শেষ । অনেকেই অনুরোধ করে ছিলেন । এখন আমারও ইচ্ছে হল দৈনিক বাংলা র প্রভাতী সংস্করণে প্রকাশ শুরু করি । ধারাবাহিক ভাবে প্রিয় পাঠকের কাছে পৌঁছে দিই অনলাইনে ...


আজ থেকে শুরু 





Copyright- iSociety 





।। আনন্দ ।।

Anandamangal Soumitra Roy 



বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

তথ্যপ্রযুক্তি যুগের কবিতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবণতা "টিপস্ কবিতা" প্রসঙ্গে || সৌমিত্র রায়

তথ্যপ্রযুক্তি যুগের কবিতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবণতা "টিপস্ কবিতা" প্রসঙ্গে
© সৌমিত্র রায়
ISBN: 978-81-933729-0-6 (তথ্যপ্রযুক্তি যুগের কবিতা)




বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছেছে মানবসভ্যতা - একথা অস্বীকার করার উপায় নেই ৷ প্রভূত উন্নতি ৷ তথাপি যেদিকে তাকাই সে টিভির পর্দা হোক, বাড়িতে সকাল সকাল পৌঁছে যাওয়া সংবাদপত্র হোক কিংবা অফিস আদালত দোকানদারি নানাক্ষেত্রে চর্চার প্রধান বিষয় যেন "কেউই ভালো নেই" ৷ আরো একটু খোলসা করে বললে - কারো মনেই যেন "শান্তি" কিংবা "আনন্দ" চিহ্নমাত্র নেই ৷ তা কবিসমাজের বৃহত্তর ক্ষেত্রেও বিস্তৃত ৷ এই যুগ আই-যুগ ৷ প্রযুক্তি ক্ষেত্রে এই সময় যেমন "সলিউশনের সময়" ৷ আমরা i-প্রজন্মের কবি, এই সলিউশনে আমরাই বা পিছিয়ে থাকবো কেন ? নবযুগ এই আই-যুগের কবিতায় আমরা শেয়ার করতে থাকি অসামান্য আদর্শ নিয়ে সামান্য প্রয়াস "টিপস্ কবিতা" ( Tips Poems ) ৷ চলুন বন্ধুরা, Rhythmic Tips Poems পাঠের মধ্য দিয়ে আমাদের আলোচনায় প্রবেশ করি ৷

"টিপস্ কবিতা" প্রসঙ্গে "রিদমিক টিপস্"
...
সৌমিত্র রায়

       সেপ্টেম্বর ; ২০১৭ ; মেদিনীপুর
                       || শান্তি ||
                             |
দিনযাপনের খুঁটিনাটি; নানান রকম টিপস্ ~
কাব্যকথার প্রক্রিয়াতে ধ্যান-ধারণার মিক্স~
         থাকতে ৷ ভালো | রাখতে ৷ ভালো
                   কাব্য যায় না বৃথা
      পড়তে ৷ জানতে ৷ ভাবতে ৷ মানতে
             ~ বেটার "টিপস্ কবিতা"~
                                |
                        || আনন্দ ||

টিপস্ পোয়েমজ (Tips Poems) বা টিপস্ কবিতা হল এই সময়ের কবিতাচর্চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবণতা ৷ বিধি মেনে প্রক্রিয়াজাত একটি "রিদমিক টিপস্ কবিতা" পাঠের মাধ্যমে আজ আমরা তথ্যপ্রযুক্তি যুগের কবিতা আলোচনার এই পর্বে প্রবেশ করেছি ৷

এই যে নবযুগ, এই যুগ "আই-যুগ" ৷ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সফল প্রসারে, সময়ের চাহিদা অনুসারে, মানবসভ্যতা ইন্টারনেটে ভার্চুয়াল মাধ্যমে এবং রিয়েল টাইম স্পিরিচুয়ালাইজেশনের দিশায় প্রত্যেকেই যে যার আত্মশক্তিকে সম্মৃদ্ধ করার প্রয়াসে মেতেছে, সেখানেও "টিপস্ কবিতা" অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে আমি মনে করি ৷

সভ্যতায় কোভিড-১৯ সমস্যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সময়ের চাহিদা অনুসারে ভার্চুয়াল মাধ্যম সভ্যতায় কতটা জরুরি হয়ে পড়েছে এবং স্ব স্ব বিশ্বাস অর্থাৎ অন্তর্চেতনায় আত্মবিশ্বাসের পরিচর্যার ক্ষেত্রেও ইমিউনিটি ধরে রাখা বা শ্রীবৃদ্ধি ঘটাতে ব্যক্তির সশক্তিকরণ কতটা জরুরি হয়ে উঠেছে ৷ এই যেমন অনলাইনে অফিস করা, অনলাইনে মিটিং, অনলাইনেই ছাত্রীছাত্রদের পাঠগ্রহণ, অনলাইনে বেচাকেনা ইত্যাদি ৷ আবার অন্যদিকে সময় মতো যোগাভ্যাস, সময়ের কাজ সময়ে সেরে নেওয়া, সময়ে ঘুমোতে যাওয়া সময়ে ঘুম থেকে ওঠার প্রয়োজনীয়তার অনুভব ইত্যাদি ৷ এক্ষেত্রে সভ্যতার পূণর্গঠনে "টিপস্ কবিতা" অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আমি মনে করি ৷
কিন্তু কীভাবে ?
এর উত্তর পেতে আমাদের "টিপস্ কবিতা" সম্পর্কে আরো একটু বিস্তারিত আলোকপাত করতে হবে, জানতে হবে কিছু তথ্যও (কারণ এটা তথ্যপ্রযুক্তির যুগ, তাই না ? হা হা হা...) ৷

বন্ধুরা, তথ্যপ্রযুক্তি যুগে আমরা বলি কবিতা হল সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় টেকনিক্যাল শাখা ৷ আমরা কবিতার লেখার বিষয়টিকে সময়োপযোগী চেতনায় বলে থাকি "কবিতার প্রক্রিয়াজাতকরণ" | কবিতার এই প্রক্রিয়াজাতকরণের ধারণার কাজটি সুনিপুণভাবে করতে গেলে আপনাকে বুঝে নিতে হবে কবিতা আসলেই টেকনিকসর্বস্ব ৷ যথাযথ টেকনিকছাড়া কবিতা মানসম্পন্ন হতে পারে না ৷ "তথ্যপ্রযুক্তি যুগের কবিতা" (২০১৭, i-সোসাইটি) গ্রন্থে "চিন্তাসূত্র-৭৫" ১৫১তম পৃষ্ঠায় এই কবিতার বর্ণণা ও উদাহরন আছে ৷ এখানে "টিপস্ কবিতা"-কে ইঙ্গিত কবিতাও বলা হয়েছে ৷ বলা হয়েছে, "পরামর্শধর্মী ইঙ্গিতপূর্ণ তথ্য ও চিন্তনের প্রক্রিয়াজাতকরণের কবিতাই হল "টিপস্ পোয়েমজ/ইঙ্গিত কবিতা" ৷ শূন্য দশকের সূচনালগ্নে কোন যুক্তিতে কবিতাকে সংজ্ঞায়িত করেছিলাম সেই কথাটিও স্মরণে রাখা প্রয়োজন ৷ এই গ্রন্থে সেকথাও আছে ৷ যে অক্ষর/সংখ্যা/চিহ্ন/শব্দ প্রক্রিয়াজাতকরণের ভাষায় এককভাবে বা সমষ্টিগতভাবে পাঠে/শ্রবণে/স্মরণে তুলনামূলক দীর্ঘ চিন্তনের সূত্রপাত ঘটায়, তা-ই কবিতা ৷

এবার গোড়ার কথায় ফিরে যাই ! এই সময়ের কবিতাচর্চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবণতা টিপস্ পোয়েমজ (Tips Poems) বা টিপস্ কবিতা তাহলে কী ? টিপস্ পোয়েমজ (Tips Poems) বা টিপস্ কবিতা হল পরামর্শধর্মী সেইসব কবিতা যা কবির সুনির্দিষ্ট কিছু অভিজ্ঞতার/ পরামর্শধর্মী ইঙ্গিতপূর্ণ তথ্য ও চিন্তনের নির্ধারিত টেকনিকে প্রক্রিয়াজাত প্রকাশ ৷ এই কবিতার শুরুতেও প্রক্রিয়াজাতকরণের স্থান, সময়, তারিখ উল্লিখিত থাকে, থাকে "আনন্দ" বা "শান্তি" শব্দের প্রকাশ এবং শেষেও অবশ্যই "শান্তি" কিংবা "আনন্দ" শব্দ প্রক্রিয়াজাত হয় ৷

হাংরি ইত্যাদি উচ্ছৃংক্ষল কবিতা-যাপনের প্রভাবে এখনো দিশেহারা সময় ৷ কিন্তু এই যুগ i-যুগ ৷ এই যুগ সলিউশনের যুগ ৷ তথ্য ও যোগাযোগপ্রযুক্তির এই সময়পর্বে দিনযাপনের খুঁটিনাটির নানান রকম পরামর্শধর্মী টিপস্ যা আমাদের ভালো রাখতে এবং ভালো থাকতে সাহায্য করতে পারে এই ধারণায় প্রক্রিয়াজাত হয় "টিপস্ কবিতা" ৷

***গঠনতন্ত্রের ভিত্তিতে "টিপস্ কবিতা" (Tips Poems)  তিন প্রকারের ৷ ১) রিদমিক্স টিপস্ কবিতা (Rhythmix Tips Poems) ২) রিদমিক টিপস্ কবিতা (Rhythmic Tips Poems) এবং ৩) নন-রিদমিক টিপস্ কবিতা ( Non-Rhythmic Tips Poems) ৷ এবার এই তিন প্রকারের "টিপস্ কবিতা"র টেকনিক-বিধি সম্পর্কে আলোকপাতে আসি ৷

***রিদমিক্স টিপস্ কবিতা এবং তার প্রক্রিয়াজাতকরণের টেকনিক-বিধি

এবার আসি রিদমিক্স টিপস্ পোয়েমজ ( Rhythmix Tips Poems) বা রিদমিক্স টিপস্ কবিতা প্রসঙ্গে ৷ টিপস্ কবিতার যা যা উদ্দেশ্য, ধারণা তা অটুট থাকছে এখানে ৷ তবে এখানে কবিতার গঠনতন্ত্রের দিকটি গুরুত্বপূর্ণ ৷ সে সম্পর্কে বলি, ১) কবিতার শুরুতে প্রক্রিয়াজাতকরণের স্থান, সময়, তারিখ উল্লিখিত থাকে, ২) এরপর "আনন্দ" কিংবা "শান্তি" শব্দ , ৩) এরপর এক বা একাধিক শুধুমাত্র স্পেশাল ক্যারেক্টার, ৪) এরপর দুলাইন রিদম অর্থাৎ পদ্যছন্দ থাকছে, তিন লাইন নন-রিদম, আবার দুলাইন রিদম, এরপর আবার তিন লাইন নন-রিদম এবং শেষে দুলাইন রিদম থাকছে, এভাবেই প্রক্রিয়াজাত হয় রিদমিক্স টিপস্ কবিতা ৷ ৫) এক বা একাধিক শুধুমাত্র স্পেশাল ক্যারেক্টার ৬) "আনন্দ" কিংবা "শান্তি" শব্দ ৷ সবেমিলে মোট ১৭ লাইনের কবিতা ৷


***রিদমিক টিপস্ কবিতা ও তার প্রক্রিয়াজাতকরণের টেকনিক-বিধি

রিদমিক টিপস্ কবিতা (Rhythmic Tips Poems) হয় ১১ লাইনের ৷ ১) প্রথম লাইনে স্থান, তারিখ, সময়; ২) দ্বিতীয় লাইনে "আনন্দ" কিংবা "শান্তি" শব্দ ; ৩) তৃতীয় লাইনে স্পেশাল ক্যারেক্টার ৪) চতুর্থ থেকে নবম লাইন রিদমিক অর্থাৎ পদ্যছন্দ ; ৫) দশম লাইনে স্পেশাল ক্যারেক্টার;
৬) একাদশ লাইনে "শান্তি" কিংবা "আনন্দ" ৷

*** "নন-রিদমিক টিপস্ কবিতা" এবং তার প্রক্রিয়াজাতকরণের টেকনিক-বিধি

"নন-রিদমিক টিপস্ কবিতা"-র (Non-rhythmic Tips Poems)  লিখন প্রণালীতে শুরুতে স্থান, তারিখ, সময় এবং দ্বিতীয় লাইনে "শান্তি" কিংবা "আনন্দ" শব্দ এবং এরপর নন-রিদমিক বা গদ্যছন্দে প্রক্রিয়াজাতকরণ ৷ শেষে অবশ্যই "শান্তি" কিংবা "আনন্দ" শব্দ দিয়ে সুন্দরভাবে সমাপ্তি ৷ সবে মিলে সর্বাধিক ১৬ লাইন হবে এই কবিতা ৷ এক লাইনেও হতে পারে ৷ তবে ১৬ লাইন অতিক্রম করলে তা বিধিভঙ্গ হয়েছে বলে গণ্য হবে ৷

কবিতা হল সাহিত্যের জনপ্রিয়তম টেকনিক্যাল শাখা ৷ কৌশলগত দিক দিয়ে কোনো সুনির্দিষ্ট কবিতার বিধিভঙ্গ হওয়া চলবে না ৷ এই শৃঙ্খলায় আমাদের এই শুভ উদ্যোগ এগিয়ে নিয়ে যেতে হবে ৷ এবার এক নজরে কয়েকটি তথ্য পড়ে নেওয়া যাক ৷

**এক নজরে~

** "টিপস্ কবিতা" ধারণার উদ্ভাবক কে ?
~ আই-যুগ অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে "টিপস্ কবিতা" ধারণার উদ্ভাবনা করেন কবি সৌমিত্র রায় ৷ ( পরশ্রীকাতর বাংলার কবিসমাজে নিজের কথা নির্লজ্জের মতো নিজেকেই তুলে ধরতে হয় যে ৷ নইলে যে কেউ আত্মসাৎ করে নেবে ৷ নিশ্চিত ৷ )

**কবে প্রথম প্রক্রিয়াজাত হয় টিপস্ কবিতা ?
উত্তর~ প্রথম "টিপস্ কবিতা" লিখি ১৯ এপ্রিল ২০০২ তারিখ, সকাল সাড়ে ৬ টায় ৷

**প্রথম প্রক্রিয়াজাত "টিপস্ কবিতার" শিরোনাম কী ?
উত্তর~ প্রথম প্রক্রিয়াজাত "টিপস্ কবিতার" শিরোনাম হল "চোখের পরিচর্যা করি" ৷

** "তথ্যপ্রযুক্তি যুগের কবিতা" গ্রন্থে কততম চিন্তাসূত্র এই "টিপস্ কবিতা" ?
উত্তর~ ২০১৭ সালে প্রকাশিত সৌমিত্র রায় প্রক্রিয়াজাত "তথ্যপ্রযুক্তি যুগের কবিতা" গ্রন্থে "টিপস্ কবিতা"-র চিন্তাসূত্রর ক্রম- ৭৫ ৷

তো এই হল টিপস্ কবিতা এবং তার রকমভেদে নন-রিদমিক টিপস্ কবিতা, রিদমিক টিপস্ কবিতা এবং রিদমিক্স টিপস্ কবিতা প্রসঙ্গ ৷ এবার আগামিপর্ব থেকে পরপর ক্রমান্বয়ে নানান রকম "টিপস্ কবিতা" পড়তে থাকবো ৷ শুভ হোক ৷
        |
|| আনন্দ ||

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || শব্দব্রাউজ~ সৌমিত্র রায়

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার 


তার  । সৌমিত্র রায় । আই সোসাইটি ।
একশো টাকা ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই সময়ে ' ব্রাউজ ' শব্দটির  বেশ প্রচলন হয়েছে ডিজিটাল দুনিয়ায় ।      ' 'ব্রাউজ' শব্দটির অর্থ  অন্বেষণ কিংবা খোঁজা । যার এক যথার্থ দিক তুলে ধরার চেষ্টা করেছেন কবি সৌমিত্র রায় তাঁর ' শব্দব্রাউজ ' কাব্যগ্রন্থের মাধ্যমে । সৌমিত্রর অন্বেষণ সেই অন্বেষণ , যাকে দৃশ্যের মাধ্যমে দেখে দর্শনে রূপান্তরিত করার প্রয়াস করে একদম নতুন ডিকসনের মাধ্যমে । যেমন: ' ছাইগাদের ছাই । জমির উর্বরতা দানের অপেক্ষায় । তার উপর বেড়ে ওঠা স্বল্পায়ু ঘাসেরা কোন গ্লানি আঁকছে না ৷ সমস্ত অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সে শুধু সবুজ হাসি হেসে চলেছে ৷ শেষ হাসি । ' কার্যত  এই অন্বেষণের জন্য নিজেকে ভাঙতে হয় , ভাঙতে ভাঙতে তবে পাওয়া যায় এই দর্শন । আবার, ' পেনের ঠোঁট ছুঁয়ে তার ছায়া কাব্যসৃজনে ব্যস্ত । তার ব্যস্ততায় অনর্গল শব্দ নিচ্ছে শব্দ । শ্রীকান্তদার সাইকেলের চাকা তার স্তব্ধতায় বুঝে নিচ্ছে এইসব ব্যস্ততার  ভান ।'
         পৃথিবীর সব কিছু প্রতিক্ষণের চিন্তায়। জন্ম নিচ্ছে অন্বেষণ । সে হাট বাজার ভিত্তিক হোক কিংবা সৃজন ভিত্তিক হোক । আসলে তাকে ধরতে হয় ধরার মতো করে । তবে সৌমিত্র  আই যুগের শ্লোগানে যা বলেছেন:
' আধুনিক নয় । পোস্টমডার্ন / অধুনান্তিক/ উত্তরাধুনিক/ উত্তর-অধুনান্তিক নয় ৷ তথাকথিত 'নতুন' নয় ৷ এখন ভার্চুয়াল ও স্পিরিচুয়াল সেলিব্রেশনের সময় ।' এ যুগ নব যুগ । এ যুগ আই যুগ ।
             পড়তে পড়তে বুঝতে পারি সৌমিত্রর এই শ্লোগান এখন সুপ্ত । তবে বিকশিত হবে ।হয়তো অনেককে পাবে নয়তো একলাই ....। যারা থাকবে তারা চিন্হিত হবে । সৌমিত্রর কবিতার  মূল্যায়ন করতে গেলে অন্বেষণের স্বাদ জানতে হবে, চিনতে হবে । চিরাচরিত কবিতার স্বাদের বাইরে যেতে গেলে যে বোধ প্রয়োজন তা অর্জন করতেই হবে । নাহলে নিজেকে বিকশিত করা সম্ভব নয়।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...