বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা ২৪০ । নীলাঞ্জন কুমার || ঘ্রাণের পাণ্ডুলিপি । চিরপ্রশান্ত বাগচী । ত্রিষ্টুপ প্রকাশনী ।

কিছু বই কিছু কথা ২৪০ ।  নীলাঞ্জন কুমার






ঘ্রাণের পাণ্ডুলিপি । চিরপ্রশান্ত বাগচী । ত্রিষ্টুপ প্রকাশনী
। পন্ঞ্চাশ টাকা ।

রবীন্দ্রনাথ বলেছিলেন, ' কিছু কবিতা বোঝার আর কিছু কবিতা বেজে ওঠার '। যদিও সাধারণ পাঠক বোঝার কবিতার দিকে বেশি মনোনিবেশ করে । কবি চিরপ্রশান্ত বাগচীর কাব্যগ্রন্থ ' ঘ্রাণের পাণ্ডুলিপি ' র পংক্তি :' ভিন্ন দেশের জলবাতাসের গন্ধ নিয়ে ভিতরে ভিতরে/  সংশ্লেষিত জড় ও জীবের সঙ্গে ঘুমিয়ে পড়া '
বুঝিয়ে ছাড়ে বেজে ওঠার কবিতা তাঁকে জড়িয়ে ধরে আছে । সে কারণে তাঁর হাত থেকে ছুটে আসে:  ' কী আশ্চর্য!  ঘ্রাণ শব্দের  ভিতর এতো দৃশ্যের জন্ম , মাধুরী মাদকতা;  / কখনও ভাবিনি ।' ( ' ঘ্রাণের পাণ্ডুলিপি '), ঘুম? / নাকি কবিতার খোলস ছেড়ে রূঢ় কঠিন কোনও গদ্যের মুখোমুখি! ' ( ' ক্ষুৎ পিপাসার গন্ধ '), ' নাহ্ ; যেতে নেই তাহলে তোমার সমস্ত একদিন আগুন ছাড়াই জ্বলে উঠবে/ দাউদাউ।' (আষাঢ়স্য প্রথম দিবসে) ।
             কবি সেই উচ্চারণ করেন যাতে করে আমাদের তন্ত্রীতে ঘা মারে মুগ্ধতার মাধ্যমে । কিছু কিছু ক্ষেত্রে কবিতা বিশ্লেষণ মূলক পড়েছে সে বিশ্লেষণে কতখানি কবিতা আছে তা অন্য কথা তবু সার্বিক অর্থে কবি কবিতাই লিখেছেন বোঝা গেছে ।
                আরো বোঝা যায়,  কবির লেখনী এক ধারালো বিশ্বাস এনেছে শব্দ ও বোধের মধ্যে । বেজে ওঠা কবিতার স্বাদ বারবার তার জন্য ছুটে আসে । প্রচ্ছদে সাহেব চট্টোপাধ্যায় এক বিমূর্ত উপলব্ধিতে কিছু প্রশ্ন রেখে দিয়ে যান । যা চিন্তা বাড়াতে সহায়তা করে ।



চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৭ || সৌমিত্র রায় || "আই-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৭

সৌমিত্র রায় 

"আই-যুগ"-এর কবিতা


মেদিনীপুর; ৩১-১২-২০২০; সন্ধ্যা ৬:২১; যাক ৷ হয়তো সৌভাগ্য হল ৷  নতুন বছর দেখার ৷ আনন্দ ৷৷ আমার ব্যালকনিজুড়ে ৷ চারপাশ ৷ মেতে আছে আমাতেই ৷৷ সাউণ্ডবক্স ৷ উচ্চস্বর ৷ গাছে ঝোপে সন্ত্রস্ত পাখি-পোকামাকড় ৷ হয়তো জানে না ৷ নতুন বছর আসছে ৷৷ আমার ব্যালকনি ৷ আমার খাঁচা ৷ আমাকে আবিষ্কারে মেতে ছিল কিছুদিন ৷৷ আমাকে আগলে রাখা দেহখাঁচা ৷ হাতযন্ত্র ৷ তুলসীর পাশে ৷ ঠাঁই দিয়েছে গুলঞ্চলতাকে ৷৷ || আনন্দ ||

একজন বুড়ো মানুষ-৯ || নিরুপমা বরগোহাঞি || অসমীয়া থেকে বাংলা অনুবাদঃ বাসুদেব দাস,

 একজন বুড়ো মানুষ-৯,

নিরুপমা বরগোহাঞি,

অসমীয়া থেকে বাংলা অনুবাদঃ বাসুদেব দাস,




(৯)
উত্তরে সঞ্জয়ের বলতে ইচ্ছা করল যে সেই সমস্ত স্বামীরা চেয়ে ছিল যে তাদের স্ত্রীরা চাকরি করুক কিন্তু আমিতো তোমাকে বাধা দিয়েছিলাম। কিন্তু বলতে ইচ্ছা হলেও বলল না। অন্য কথা বলল-‘আমি যে ইঞ্জিনিয়ার মানুষ কমলা, তোমাদের ছাত্রীদের সেই অসমিয়া বা ইংরেজি লেখাগুলির মানে আমি কি বুঝতে পারব?’
কমলা আর কথা বলল না। কেবল কিছুটা শব্দ করে সামনে নিয়ে দেখতে থাকা খাতাগুলি টেবিলের উপর সজোরে রেখে দিয়ে ভাবিতকে চিৎকার করে ডাকল। ভাবিত,এই ভাবিত, বাবাকে বল গিয়ে যা অনেক দেরি হয়ে গেছে, স্নান করে ভাত খেতে হবে।’ 
অবশেষে বাড়ি তৈরি করার কাজ শুরু হল। কমলা বিজয়কে নকশাটা দেখানোর পর থেকে একটা আশ্চর্য, এবং বিজয় ভরালীর নিজের মতে একটা ঘৃণ্য অভ্যাস হয়ে গেল তার। তিনি থাকার ঘরের সঙ্গেই কমলোদের শোবার ঘর। মাত্র একটি দেওয়ালের ব্যবধান। ইচ্ছা করলে একটা রুমে বলা কথা অন্যরুম থেকে সহজে শোনা যায়। কিন্তু এতদিন কমলাদের কোনো ধরনের কথা বার্তা বিজয় ভরালীর কানে আসেনি বা তিনি কান দেননি। নিজের ঘরে থাকা সময়টুকু তিনি বই পড়ে বা শুয়ে শুয়ে কাটিয়ে দেন। ঘুম না আসার সময়টুকু তিনি নিজের চিন্তা রাজ্যে এভাবে ডুবে থাকেন যে পাশের ঘর থেকে আসা সঞ্জয় বা কমলার কথাবার্তা কানে পড়া ছাড়া তার কোনো অর্থ তার মগজে ঢুকে না। কিন্তু কমলা তাকে ঘরের নকশাটা  দেখানোর পর থেকেই সেই আশ্চর্য এবং তার নিজের ভাষায় ঘৃণ্য অভ্যাসটা গড়ে উঠল, আর যার ফলে তিনি এখন আগের চেয়ে অনেক সময় সামনের বারান্দায় কাটাতে বাধ্য হলেন।
একদিন তিনি এবং ইলাও ওদের মতো একটি ঘর তৈরি করতে চেয়েছিলেন- দুজনের কত জল্পনা-কল্পনা, কত আলোচনায় না চলছিল। এখন ওরা দুটো বাড়ি তৈরি করতে গিয়ে নিশ্চয়ই একইভাবে কল্পনার রাজ্যে উড়ে বেড়াচ্ছে, আলোচনা করছে, ভবিষ্যতের রঙ্গিন মধুর ছবি আঁকছে- কেমন তাদের সেই স্বপ্ন? আশ্চর্য, তা জানার জন্য যেন তার মনটা আকুল হয়ে উঠল। অদ্ভুত একটা অদম্য কৌতূহল তার মনকে অধিকার করে ফেলল, আর নিজেকে তিনি বারবার তার জন্য তীব্র তিরস্কার করলেন। আর নিজেকে বললেন-‘ আজ ইলা থাকলে তোমাকে বলতো যে বুড়ো হয়ে তোমার প্রকৃতি পরিবর্তিত হয়েছে -কিন্তু তবুও তার পরেও তার কান দুটি উৎকর্ণ হয়ে রইল বেড়ার ওপাশে থাকা দম্পতির ঘর বাঁধার স্বপ্ন রচনার কথাবার্তা শোনার আগ্রহে। ফলে নিজেকে ছিঃ ছিঃ করে,ধিক্কার দিয়ে বেশিরভাগ সময় তিনি বাইরে গিয়ে বসে থাকতে লাগলেন। অবশ্য দুপুরবেলা সময়টিতে যখন ছেলে,ছেলের বউ ঘরে থাকে না, সেই সময়টুকু তিনি মনের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখে নিজের ঘরেই কাটিয়ে দিতে পারছিলেন। কিন্তু বিপদ হয়েছিল সন্ধ্যেবেলা এবং রাতগুলোতে। যদিও সামনের দিকে বারান্দায় বসে থাকলেই হয়ে যায় কিন্তু রাতের বেলা নিজেকে নিয়ে যেন মহা সমস্যায় পড়ে গেলেন বিজয় ভরালী। এই ধরণের অদ্ভুত বিপদও মানুষের হয় কি? বুড়ো বয়সে এটা কী ধরনের মনের রোগ দেখা দিল যে তাকে এত যত্ন করেও ভালো করতে পারছে না। ওই ঘরে ছেলে-বৌমার কথা পাতার শব্দ শুনলেই কানদুটি অবাধ্যভাবে নিজে থেকেই উৎকর্ণ হয়ে ওঠে। একেবারে অতিষ্ঠ হয়ে উঠেন আর শেষে উপায় না পেয়ে কমলার সুসজ্জিত  ড্রয়িংরূমের একটা সোফায় জড়োসড়ো হয়ে বসে নিয়ে রাতে ভাত খাওয়ার সময় পর্যন্ত বসে বই পড়তে থাকেন। এই অভ্যাসটা করেও কিন্তু তিনি মনে শান্তি পেলেন না। কারণ এত পরিপাটি করে সাজিয়ে রাখা ঘরে বসে তিনি নিজেকে কেমন যেন অপরাধীর মত অনুভব করেন। সেই জন্য কোমল নরম কুশন গুলির স্বাচ্ছন্দ ও তাকে কোনো আরাম দিতে পারে না। তিনি বসার ফলে যে কুসনগুলির ইস্তিরি ভেঙ্গে যাবে, নোংরা হবে, নিচে পেতে রাখা পরিষ্কার কার্পেটের ওপর তার পায়ের ধুলো পড়বে, আর ফলে কমলা নিশ্চয় তার ওপরে মনে মনে রাগ হবে- এই ধরনের ভাব মনে আসে বলে বিজয় ভরালী কোনোদিন ড্রয়িংরুমে বসে স্বস্তি অনুভব করতে পারেন না। এখন আরও বেশি অস্বস্তি নিয়ে তিনি অত্যন্ত সংকুচিত ভাবে অত্যন্ত সাবধানতার সঙ্গে একটা সোফার কোণে যত কম জায়গা নিয়ে পারা যায়
 সেভাবে বসে বই পড়তে লাগলেন। কিছুদিন যাওয়ার পরে বিজয় ভরালী দেখলেন সঞ্জয় একদিন অফিস থেকে এসেই ড্রয়িং রুমের সামনের বাল্বটা সরিয়ে নিজের হাতে অন্য একটি বাল্ব লাগাল। তিনি একটু অবাক হলেন- গতকাল পর্যন্ত তো বাল্বটা ঠিকই ছিল। তাহলে? কিন্তু মনের প্রশ্ন তার মনেই থেকে গেল। সঞ্জয়কে কিছু জিজ্ঞাসা করলেন না। এই একটি বিষয়ে বাপ ছেলের মধ্যে আশ্চর্য সম্বন্ধ। খুব কমই একে অপরকে কোনো সাধারন কথার জন্য প্রশ্ন করে।
 শুধু প্রশ্ন করা কেন, কথাবার্তাই বা দুজন দুজনের মধ্যে আর কতটুকু হয়?  ইলার মৃত্যুর পরে দুজনে দুজনের বেশির অন্তরঙ্গ হয়ে না উঠে আরও যেন দূরে সরে গিয়েছিল। স্বাভাবিকভাবেই গম্ভীর বিজয় ভরালী আরও গম্ভীর হয়ে পড়েছিল। আর সঞ্জয় যার বেশির ভাগ কথাবার্তা আদর মান-অভিমান মায়ের সঙ্গে ছিল সে যেন হঠাৎ অথৈ সমুদ্রে পড়ে ছটফট করতে লাগল। বাবাকে আশ্রয় হিসেবে যে জড়িয়ে ধরবে বাবারও তো সেই সময় তার মতোই অবস্থা। তাই সেই দুঃখের পাষাণ-ভার স্তব্ধ সেই মানুষটির কাছে আশ্রয়ের কোনো আশা নেই,সান্ত্বনার কোনো ভাষা নেই বলে তার শিশুমন যেন কোনোভাবে বুঝতে পেরে নিজেই নিজের জগৎ সৃষ্টি করে নিল। বাপ-ছেলের দৈনন্দিন জীবনের ব্যবধান আরও বেড়ে গেল। কিন্তু ইলার মা বাবা যখন পোনাকে নিয়ে নিজের সঙ্গে রেখে বড় করার ইচ্ছা প্রকাশ করলেন তখন কিন্তু বিজয় ভরালী প্রায় আর্তনাদ করে উঠেছিলেন। ইলার একমাত্র রক্তমাংসের চিহ্ন পোনা , তাকে চোখের সামনে দেখতে  না পেলে সে কী নিয়ে বেঁচে থাকবে? তাই শেষপর্যন্ত তার সঙ্গেই থেকে গেল পোনা। সঙ্গে থাকা কাজের ছেলেটি ভাগ্যক্রমে খুব বিশ্বাসী ছিল। তাই তার হাতে ভার দিয়ে একরকম নিশ্চিত হয়ে রইল বিজয় ভরালী। পোনাও গম্ভীর প্রকৃতির বাবার কাছাকাছি হওয়ার চেয়ে কাজের লোক 
বাদলের সঙ্গে বেশি অন্তরঙ্গ হয়ে পড়ল।
ইলার মৃত্যুর সময় বলা কথাগুলি যে বিজয় ভরালী ভুলে যায়নি তা বোঝা গেল। ছাত্র হিসেবে সঞ্জয় যদিও কোনো একটি বিশেষ লাইনের প্রতি আগ্রহী ছিল না কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার কথা স্বপ্নেও ভাবেনি। অবশ্য প্রত্যেক বিষয়ে সে সমান মেধাবী ছিল, সে দিক থেকে তার যেকোনো বিষয় নিয়ে পড়ায়  কোনো বাধা ছিল না। কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার কথা সে ভাবতেই পারেনি। বিজয় ভরালী ছেলেকে জানাল যে তাকে ইঞ্জিনিয়ার হতে হবে। বাবার কথা মান্য করার সাহস সঞ্জয়ের
 ছিল না। তাই সে ইঞ্জিনিয়ার হল। অনেক বাবা-ছেলেকে ইঞ্জিনিয়ার হতে দেখার মতো এটাও এক ধরনের বাবার আকাঙ্ক্ষা। কিন্তু কোনোদিন সে জানতে পারল না যে মায়ের মৃত্যুর সময় মুখে উচ্চারিত হওয়া কথাটা বাবা কোনোদিন ভুলে যায়নি। মনে মনে সংকল্প নিয়ে ছিল যে ছেলেকে অত্যন্ত বেশি ভাব প্রবণতা থেকে দূরে সরিয়ে রাখার জন্য সে যথাসাধ্য চেষ্টা করবে। তাই ভাবল ইঞ্জিনিয়ার হলে সেই জীবনযাত্রার ফলে ছেলের ভাবুক মন অনেক পরিমাণে বহির্মুখী হয়ে পড়বে। সুখের চেয়ে দুঃখই যেখানে  বেশি সেই মানব জীবনে ভাবপ্রবণতা অতিরিক্ত কিছু দুঃখ  বহন করে আনে। অবশ্য স্বভাবের পরিবর্তন করা সহজ নয়। কিন্তু পারিপার্শ্বিকতার দ্বারা অন্তত কিছুটা পরিবর্তিত করা যায়। বিজয় ভরালীর আশা সেখানেই,আর সেই আশাতেই তিনি সঞ্জয়কে কলেজে বিজ্ঞান নিয়ে পড়তে পাঠালেন। আর তারপরে ইঞ্জিনিয়ারিং পড়ালেন। 
অবশ্য ছেলের মনের সঙ্গে সম্বন্ধ না থাকা বিজয় ভরালী কোনোদিন বুঝতে পারলেন না তাঁর পরিকল্পনা কতদূর সফল হয়েছিল। ছেলের সঙ্গে সামান্য কথাবার্তা চলে, তার দ্বারা ছেলের মনের পরিচয় পাওয়া সহজ নয়।
এখন বাল্বটা সরিয়ে ফেলার কথায় সামান্য কৌতহল মনে দেখা দিলেও তিনি ছেলেকে সেই বিষয়ে কিছু জিজ্ঞেস করলেন না। কিন্তু বিকেলের ড্রইং রুমে লাইট জ্বালিয়ে পড়তে বসার সঙ্গে সঙ্গে তার প্রশ্নের উত্তর নিজেই পেয়ে গেলেন। সূইচটা টেপার সঙ্গে সঙ্গে বিজয় দেখলেন যে উজ্জ্বল আলোতে ঘর ভরে গেল আর সেই মুহূর্তে ছেলের প্রতি মনটা কৃতজ্ঞতায় ভরে গেল। একই সঙ্গে এক ধরনের আনন্দ অনুভব করলেন বিজয় ভরালী। আপাতদৃষ্টিতে তার সঙ্গে সঞ্জয়ের বেশি যোগাযোগ নেই বলে মনে হলেও বাবার সুখ-দুঃখের প্রতি যে তার যথেষ্ট নজর আছে তা তো বুঝা গেল। ড্রইং রুমের লাইটের আলো যথেষ্ট কম ছিল, এই কয়েকদিন তাকে বেশ কষ্ট করেই কম আলোতে পড়াশোনা করতে হয়েছে। সে কথা তাহলে সঞ্জয় লক্ষ করেছিল। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে আরও একটি প্রশ্নের উদয় হল। এই লক্ষ্য কে করেছে? সঞ্জয় না কমলা? তার আরাম এবং স্বাচ্ছন্দ্যের প্রতি কার চোখ, কমলার না সঞ্জয়ের? আর সেই প্রশ্নের উত্তর সেদিনই পেয়ে গেলেন বিজয় ভরালী। একটু ছোট অক্ষরের একটি বই দিনের বেলা পড়ছিলেন কিন্তু রাতের বেলা ড্রইংরুমের অনুজ্জ্বল আলোতে তা পড়া সম্ভব হবে না বলে ভেবে অন্য একটি বই এনেছিলেন। এখন পুনরায় দিনের বেলা পড়া বইটি নিজের রুম থেকে আনতে গিয়ে পাশের  ঘরে কমলার কণ্ঠস্বর শুনে কানদুটো সজাগ হয়ে গেল। অভ্যাসটা খুব খারাপ ধরনের হয়েছে, নিজেকে নিয়ে বড় হতাশ মনে ভাবলেন বিজয় ভরালী। আজ কমলার কণ্ঠস্বর বেশ  কিছুটা তীক্ষ্ন, না হলে সাধারণভাবে কথা বললে তিনি সবগুলো কথা বুঝতে পারেন না। আর সেটাই তার মনে সান্ত্বনা দেয় যে জঘন্য অভ্যাস থাকলেও ভাগ্যক্রমে সমস্ত কথা তিনি শুনতে পান না। কিন্তু আজ কমলার প্রত্যেকটি শব্দই তার কানে গেল। কমলা বলছে –‘আজ যখন তুমি একটা পাওয়ারফুল বাল্ব লাগিয়ে দিলে বাবা আর কোনো দিন সন্ধ্যেবেলা ড্রইংরুম ছাড়বে না -একেবারে সোনায় সোহাগা হল ।এমনিতেই সোফায় বসার আরাম
 তো ছিলই-’
         ‘কিন্তু সোফা তো আরাম করে বসার জন্যই কমলা-’ ছেলের কণ্ঠস্বর বিজয় ভরালী শুনতে পেল। আরাম করে বসার জন্য ঠিকই, কিন্তু সেই আরামের ব্যবস্থা করেছি অতিথিদের জন্য,ঘরের মানুষের জন্য নয়-’ 
         ‘এটা তো বেশ নতুন কথা শোনালে কমলা। ঘরের আরাম, ঘরের স্বাচ্ছন্দ্য, ‌ঘরের  মানুষের জন্য নয়,অতিথির জন্য জন্য হে-’ 
          বিজয়ের কথায় তীব্রস্বরে বাধা দিয়ে উঠল কমলা- ঘরের মানুষ ড্রয়িংরুমের সোফায় বসে আরাম না করলেও চলে, ঘরের মানুষের আরামের জন্য অনেক জায়গা আছে, অন্তত বিছানা রয়েছে। আর তুমি তো অন্তত
 সেই বিছানার আরাম থেকে কখনও বঞ্চিত হওনি।একটা বাড়ি তৈরি করতে গিয়ে ক্লান্ত লাগছে, ক্লান্ত লাগছে বলে তুমি তো বেশিরভাগ সময় বিছানাতেই কাটিয়ে দাও- অথচ মিস্ত্রি ঘর তৈরি করেছে, ঠিকাদার কাজ চাইছে,জিনিস জোগাড় করেছে। তোমার কাজ হল কেবল অফিস থেকে ফিরে এসে সেই কাজগুলি একবার দেখে আসা। দেখে আসা মানে উপরে উপরে চোখ বুলিয়ে আসা ।ভালো করে যদি দেখতে আজ ঠিকাদার একটা বাড়ি তৈরি করতে এতগুলি টাকার হিসেব ধরিয়ে দিতে পারত না।
 একজন ইঞ্জিনিয়ারের
 চোখে
 সাধারণ একজন ঠিকাদার ধুলো দিতে পারছে। তুমি যে কেন ইঞ্জিনিয়ার হলে আমি ভেবে পাইনা, তোমার মতো ইম্প্রাক্টিক্যাল মানুষ প্রফেসর টফেসর হলে বেশি মানাতো…







পান্তামৃত দুপুরবেলা || সুপ্রভাত মেট্যা || আজকের কবিতা

পান্তামৃত দুপুরবেলা

সুপ্রভাত মেট্যা





ক্রমশ হালকা হয়ে আসে অন্ধকার।
ঘুম ভাঙে। পাখি উড়ে যাওয়ার স্বর ভেসে আসে দূর থেকে । ভোর হয় ক্রমশ । সেইসব ভোরে শিশুআলো খেলা করে ধুলোর বিছানায় । দুঃখ আর কস্ট নিয়ে এগিয়ে যায় মানুষ । আভাব- অনটনে ভরে যায় গ্রাম । অথচ শুনেছি ,তার, সমস্ত দিনের কাজ শেষ হয়ে এলে রবিঠাকুরের গান , কন্ঠ থেকে । এমনও দেখেছি সাধু - সুন্দর ছায়া  পড়লে সেই গ্রামের বটের নীচে , দুঃখি মেয়েটিও দাঁড়ায় , দু'দন্ড বসে, গল্প করে নিজের সাথে নিজের । আর খুব দুপুরে মেয়েটির জল টকে যাওয়া ভাতকে পান্তা নয়, অমৃত-ই লাগে, ক্ষুধার.....

আটপৌরে কবিতা ১৭৮-১৮০ || অলোক বিশ্বাস || "আই-যুগ"-এর কবিতা

 আটপৌরে কবিতা ১৭৮-১৮০ || অলোক বিশ্বাস || "আই-যুগ"-এর কবিতা


১৭৮.
গভীর রাতে সিলভিয়া
বিস্তীর্ণ
জঙ্গলে চাঁদের নিচে হাঁটে
১৭৯.
জঙ্গলের সমস্ত পশুর
সঙ্গে
সিলভিয়া নাচে সাবলীল রঙ্গে
১৮০.
সিলভিয়ার শরীরে সূর্যের
আলো
সবার আগে এসে পড়েছে

শব্দব্রাউজ ৬০ || নীলাঞ্জন কুমার | "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৬০ || নীলাঞ্জন কুমার 

                        | "আই-যুগ"-এর কবিতা





তেঘরিয়ার বিপাশা আবাসন ৩০। ১২। ২০২০ সকাল ৮টা ১৫মিনিট । ক্রিয়াকর্মের প্রতি নজর দিতে গিয়ে প্রতিক্রিয়া এসে পড়ে । তাই নিয়ে ভাবনা চিন্তা ।



শব্দসূত্র  : ক্রিয়া প্রতিক্রিয়া




ক্রিয়ার ভেতরে যেমন কাজের সম্পর্ক গড়ে তোলা হয়,  তেমনি  প্রতিক্রিয়ার ভেতরেও কাজ আছে , তবে তা ভিন্ন । সত্ত্বার সঙ্গে ক্রিয়া ক্রিয়াশীল,  তার বলে এ জগৎ চলমান । ক্রিয়াকে  বিভিন্ন দিক দিয়ে দেখার কৌশল আমাদের করায়ত্ব  ,গুণাবলীর ভেতর দিয়ে তাই ক্রিয়া চিনে নিতে হয় । নিত্য ব্যবহার্য উপাদান ঘিরে প্রতিদিনের ক্রিয়ার যে বিক্রিয়া গড়ে ওঠে তার সঙ্গে অভ্যস্ত থাকতে থাকতে বড় বেশি অনুগত হয়ে উঠি ।




প্রতিক্রিয়া ক্রিয়ার ভিত্তি করে আসে । প্রতিক্রিয়ার মতনস্বাভাবিক দিক কেমন বিপরীত হয়ে ফুটে ওঠে । সে বড় বেশি সমালোচনামূলক । ক্রিয়াকে ব্যাখ্যা করে বেঁচে থাকা প্রতিক্রিয়া সত্যি কি ক্রিয়াকে নিখুঁত করে ? নাকি  ধ্বংসাত্মক দিকে নিয়ে যায়?  জানতে গবেষণা প্রয়োজন, হা হা!!






নস্টালজিয়া ৩০|| পৃথা চট্টোপাধ্যায় || ন্যানো টেক্সট

 নস্টালজিয়া ২৮

পৃথা চট্টোপাধ্যায় 


কয়েকদিন ধরে লেখায় মন বসছে না। এই লেখা আমার অতীতের ঘটনা প্রবাহ হলেও লিখে চলেছে বর্তমানের আমি।মন ভাল না থাকলে কখনো লিখতে পারি না। আমার মন ভাল নেই মানে অনেক কারণে তা হতে পারে। আজ আমাদের ছোট্ট ডালি, আমার ভাই এর পাঁচ বছরের ছোট্ট  মেয়েটি যখন জীবন মৃত্যুর সাথে তার ক্ষুদ্র প্রাণটুকু নিয়ে লড়াই করে চলেছে শিশু হাসপাতালে ভর্তি থেকে তখন আমার লেখা আসছিল না। একটু আগে যখন শুনলাম ভালো আছে , ওর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তখন লেখা এলো।
আমার জীবন বৃত্তে ভাই অনেকটা পরে এসেছে, মানে আমার থেকে অনেকটাই ছোট। আমাদের খুব আদরের  ছিল ভাই।  আর দুুই বোন ছোটবেলায় বন্ধুর মত বড় হয়েছি। খুব খেলাধূলা করতাম দুই বোনে। আমাদের পড়াশোনা নিয়ে মা বাবাকে কখনো উদ্বিগ্ন হতে হয় নি।খুব সাবলীলভাবে মন দিয়ে পড়াশোনা করতাম। স্কুলে বরাবরই ভাল রেজাল্ট হতো আমাদের। মা কিভাবে যেন বুঝিয়েছিল পড়াশোনা করাটা আমার দায়িত্ব, মারধোর করে হয় না। ভালবেসে পড়তে হয়। আমিও ছোটদের এভাবেই বোঝাতে চেষ্টা করি। মা খুব কড়া শাসনে বিশ্বাসী ছিল, তাই মাকে ছোট থেকেই আমি ভয় করতাম। বোন অবশ্য একটু ডাকাবুকো ছিল, তেমন ভীতু ছিল না। আমরা দুই বোন খেলার সময় নিজেদের নতুন নামে খেলতাম। আমার নাম তখন জুঁই, আর ও করবী। এই নামেই ডাকতাম তখন। দুজনের দুটো অ্যলুমিনিয়ামের বাক্সে পুতুলের সংসার ছিল। তাই নিয়ে আমরা কত কত গ্রীষ্মের দুপুর, বর্ষার সন্ধ্যা, শীতের রাতে খেলা করতাম। আমাদের এই নিজস্ব দেওয়া নাম মা বাবাও অনেকদিন পর্যন্ত জানত না। ভাই হওয়ার পর আমরা খুব খুশি হয়েছিলাম। তখন পড়াশোনার থেকে ভাই এর দিকে মন থাকত বেশি। ওকে একটা ছোট্ট পুতুল বলে আমার মনে হত। খুব তাড়াতাড়ি পড়া করে নিতাম ভাই এর সঙ্গে খেলতে পারব বলে। ভাইকে প্রথম রাখি পরানো আর প্রথমবার ভাইফোঁটা দেওয়ার আনন্দের স্মৃতি আজও মনে আছে। আর এখন যান্ত্রিক জীবনে সবকিছুই কোথায় হারিয়ে গেছে। বড্ড দূর হয়ে গেছে মনে হয় সবই।

বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৫৯ || নীলাঞ্জন কুমার | "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৫৯ || নীলাঞ্জন কুমার 

                        | "আই-যুগ"-এর কবিতা





তেঘরিয়ার বিপাশা আবাসন ২৯।১২।২০ সকাল সাড়ে আটটা । আমার প্রাত্যহিক জীবনচর্যা নিয়ে ভাবতে ভাবতে গিয়ে দেখি সব কিছুর সঙ্গে আমি মেলাতে পারি না । যাহোক সব নিয়ে এই জীবন । আজ তা নিয়ে ' শব্দব্রাউজ '।


শব্দসূত্র  : বিষয় জীবনচর্যা



বিষয় নিয়ে ভাবতে গেলে কখনো সখনো আমার নিজের সঙ্গে মতান্তর হয় । সব বিষয় কোচড়বন্দি করে রাখতে চাইলেও মুঠোবন্দি বালির মতো ঝুরঝুর করে ঝরে মাটিতে পড়ে । এই যে অবান্তর ক্রিয়া প্রক্রিয়া আমার সঙ্গে মিশে থাকে,  তাকে তা দিতে থাকি নতুন কোন প্রক্রিয়া তার থেকে জীবন্ত যাতে হয়ে ওঠে । চৌষট্টি প্রহর হট্টগোলের ভেতর দিয়ে আমি ছুঁতে পারি আমাকে নতুনভাবে । বিষয় যত সরল কিংবা গরল হোক,  তার সমাধানে সময় কাটে,  এই আমার পাথেয় ...


জীবনচর্যার ভেতর থেকে অভিজ্ঞতা এসে বসে মনে,  তাকে খাটিয়ে পাঠক সাজি,  লেখক সাজি,  কখনো পাঠক লেখক দুই সত্ত্বাকে জাগিয়ে লিখে ফেলি সকলের ভালোবাসার লেখা ।পাঠককে লেখক ভয় পায় বলে পাঠকের উপদেশ শিরোধার্য করে লেখা কাটাকুটি করে আর ক্লাসিকের দিকে এগোয় । জীবনচর্যা আমার পছন্দমতো । শেষদিন অবধি এমনই থাক .....





চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৬ || সৌমিত্র রায় || "আই-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৬

সৌমিত্র রায় 

"আই-যুগ"-এর কবিতা


সন্ধিপুর; ৩০-১২-২০২০; বিকেল ৩:২৮; খোলা জানালা ৷৷ বাল্ব ৷ ভেতরে হাসছে ৷৷ সূর্য ৷ হাসছে বাইরে ৷৷ আলোর হাসি ৷ হাসছে সবাই ৷ একই অপরাহ্নজুড়ে ৷৷ বাউণ্ডারির কাঁটা তারে ৷ কুঁদরিলতার ৷ শুকনো দেহ ৷৷ কথা বলছে ৷ বাল্বের আলোয় ৷৷ কৃত্রিমতায় ৷ অস্তিত্ব ৷ অনেক বেশী স্থায়ী ৷৷ হৈ হৈ করে হেসে উঠলো ৷ ব্যবহৃত কুপন ৷ স্বাস্থ্যসাথীর ৷৷ সিকিউজেন-এ রাখা বুড়ো আঙুল ৷ বলছে ৷ আস্থা রাখো ৷৷ প্রাকৃতিক ব্যবস্থারা ৷ অনেক বেশী দামী ৷৷ ওয়েবক্যামে ৷ চোখ ৷ মুখ ৷ আর তাদের ফটোতে ৷ আলোর হাসি ৷ কুড়িয়ে নিচ্ছে ৷ নিরন্তর ৷৷ একটা বিরাট আকাশ ৷ একাই মাথায় নিয়ে আছে ৷ একটা তালগাছ ৷ দেখছে আমার চায়ের কাপ ৷৷ বলছে ৷ সৃষ্টিতে সামঞ্জস্য আনো ৷৷ হাসো ৷ মিলিত আলোর হাসি৷ || আনন্দ ||

দুটি কবিতা || অনিক ইসলাম || আজকের কবিতা

দুটি কবিতা

অনিক ইসলাম




প্রেম


অন্তর, রক্ত, চেতনা, ভালোবাসার

সবগুলো ইন্দ্রিয়, জীবনের শেষ পর্যন্ত

মনের সবগুলো জানালায় শুধুই--

একজনের জন্য অন্তকালের অপেক্ষা,

শরীরের প্রতিটা রক্তের বিন্দু, হৃদয়ের প্রতিটা কম্পন,

পৃথিবীর ঝড়, বৃষ্টি, জলোচ্ছ্বাস বা মানুষের তৈরী

সববাঁধা অতিক্রম- প্রতীজ্ঞায় অটুট

ভালোবাসার চেতনায় মগ্ন

বিশ্বাসের অটল পাহাড়।



তারার মেলা


চারিদিকে অন্ধকার নিঝুম রাত

আকাশে তারার মেলা,

আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে,

নির্বাক হয়ে দেখছি--একটি একটি করে তাঁরা

আকাশ থেকে ছিটকে পড়ছে মাটিতে।

শুধু একটি তারা জ্বলজ্বল করে দীপ্তি ছড়াচ্ছে,

আমি সেই তাঁরাকে চিনি, কিন্ত চেনাতে চাইনা,

যদি কেউ ঐ তাঁরা খুলে ফেলে, তাহলে--

আমি হারাবো আমার প্রকৃতি।

আটপৌরে কবিতা ১৭৫-১৭৭ || অলোক বিশ্বাস || "আই-যুগ"-এর কবিতা

 আটপৌরে কবিতা ১৭৫-১৭৭ || অলোক বিশ্বাস || "আই-যুগ"-এর কবিতা




১৭৫.
পর্ণকুটিরে থাকে সিলভিয়া
একটি
অজগর তাকে পাহারা দেয়
১৭৬.
সূর্য ডোবার সময়
মনে
হয় সিলভিয়ার মৃত্যু হচ্ছে
১৭৭.
আত্মহত্যার কথা ভেবেও
সিলভিয়া
পাখিদের গানে বিরত হয়

কিছু বই কিছু কথা ২৩৯ । নীলাঞ্জন কুমার || জন্ম ছুঁয়ে থাকা মাটি । জগদীশ পাল । ত্রিষ্টুপ

কিছু বই কিছু কথা ২৩৯ । নীলাঞ্জন কুমার




জন্ম ছুঁয়ে থাকা মাটি । জগদীশ পাল । ত্রিষ্টুপ
। পন্ঞ্চাশ টাকা ।


জঙ্গলমহলের লাল কাঁকুরে মাটি ছুঁয়ে থাকা বারোটি কবিতা নিয়ে গঠিত এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো কাব্যগ্রন্থ ' জন্ম ছুঁয়ে থাকা মাটি ' তে কবি জগদীশ পাল আন্তরিকতা,  ভালোবাসার সঠিক সন্ধান দেন । তাই অক্লেশে সাদাসিধে ভাবে লেখেন: ' নতুন বউকে চালতা ফুল দেব/  খোঁপায় গুঁজবে নতুন বউ/  রাতে ছৌ নাচ হবে । ' ( জন্ম ছুঁয়ে থাকা মাটি)  , ' শুনতে পাচ্ছ মাদলের তাল / তার চেয়ে প্রণত হও/  হাঁড়িয়ায়  কুটুম পাতাব ।' ( 'অহংকার ') , ' যে মাটিতে লেগে থাকে/ কৃষক রমনীর শুশ্রূষা/  মায়ের হাতের জলপটির মতো ।' ( আগুন) যেন অসহ্য খরার পর খটখটে মাটির ওপর  বৃষ্টির ভেতর থেকে সোঁদা মাটির গন্ধ পাওয়া যায় ।
                কবি জগদীশ  সেই কবি যে মাটি মেখে মাটির ঘ্রাণ নিয়ে বাঁচতে চায় । তাঁর কবিতাতে অহেতুক জাগলিং এর আহাম্মকি নেই । বড় বেশি মাটিময়,  তার এভাবে  যাপন করার আনন্দ থেকে উঠে আসে তাঁর কবিতা ।
             কবির মাটি মাখা কবিতার ভেতর দিয়ে  কোনো বাড়তি আবেগ কিংবা সহানুভূতি পাবার ইচ্ছা দেখা যায় না। প্রান্তিক অন্ঞ্চলে অবস্থানের ফায়দা তুলতে বহু কবি ' আমি চাষার ছেলে ' কিংবা ' খেতে না পাওয়া কবি  ' বলে বাড়তি আদিখ্যেতা দেখিয়ে কলকাতার কবিদের সহানুভূতি চায় । এই কবি তার যে বিপরীত , কবিতা প্রমাণ করে । জগদীশকে আরো লিখতে হবে,  তাঁর বোধের গভীরতা তাকে সমৃদ্ধ করবে আরো বেশি । সাঁঝবাতি পালের প্রচ্ছদ বইটির মেজাজের সঙ্গে সুপ্রযুক্ত । পরবর্তী কাব্যগ্রন্থের দিকে তাকিয়ে রইলাম ।




মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৫ || সৌমিত্র রায় || "আই-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৫

সৌমিত্র রায় 

"আই-যুগ"-এর কবিতা


চলন্ত গাড়ি (সিপাই বাজার); ২৯-১২-২০২০; সন্ধ্যা ৬:২৪; বাগান ৷ কংক্রিটের ৷ কাউকে তো ঠকায়নি ৷৷ বাউণ্ডারি ৷ জলের নালা ৷ ফুটপাত ৷ কেউ হুকুম অমান্য করেনি ৷৷ হঠাৎ কমে যাওয়া ঠাণ্ডায় ৷ ডিসেম্বর হাসছে ৷৷ বেড়ে যাওয়া ৷ কমে যাওয়া ৷ ঠাণ্ডা ৷ নক্ষত্রবাগানের দিকে তাকিয়ে আছে ৷৷ চাঁদ ৷ তার সঙ্গীদের নিয়ে ৷ একটি মোবাইল টাওয়ারকে কিছু বললো ৷৷ ব্যস্ত ছিলাম ৷ শোনা হয়নি ৷৷ ওরা কেউ হুকুম দেয় না ৷ কোনোদিন ৷৷ শুধু বলে ৷ যে শোনার শোনে ৷৷ আমার অক্ষরেরা ৷ নজর রেখেছে ৷ সেদিকেই ৷৷ নজরদারি ৷ চলতে থাকুক ৷ || আনন্দ ||

বৃন্দাবনি সারং || দীপক কর || আজকের কবিতা

বৃন্দাবনি সারং

দীপক কর



সারেঙ্গিতে ছড়টানা বৃন্দাবনি সারং

কোমল বিষাদ সুর

হেঁটে যায় গেরুয়া পথ বৈরাগী বাউল

পুবালি হাওয়া

পল্লীর স্নিগ্ধ ছায়া

ফেলেআসা কবেকার সবুজ সকাল।


মনেপড়ে এ-পারে আসা কিশোর বেলা

ইন্দা--খড়্গপুর,আমাদের পাড়া

সূর্যাস্তের মায়াস্নাত সঙ্গীত আসর

কণ্ঠের প্লাবন।

রীণাদি-র হৃদয়ের সুরেলা জ‍্যোৎস্না:

' বৃন্দাবনে শ‍্যাম নাই/ফুলে মধু নাই'

----বৃন্দাবনি সারং।


কতো বসন্ত পার হলো

লিজ নেওয়া আমাদের জীবন

সুরের প্লাবন

রীণাদি হয়তো আজ আর নেই!

কিছু বই কিছু কথা ২৩৮ । নীলাঞ্জন কুমার || নিরাময় শীত । সুভদ্রা ভট্টাচার্য । মহাপৃথিবী

কিছু বই কিছু কথা  ২৩৮ । নীলাঞ্জন কুমার




নিরাময় শীত । সুভদ্রা ভট্টাচার্য । মহাপৃথিবী । ছয় টাকা


কবি সুভদ্রা ভট্টাচার্যের বহু কবিতা ইতিউতি পড়া থাকলেও গ্রন্থিত কবিতা এর আগে পড়া হয়ে ওঠেনি। হাতের সামনে তাঁর ১৯৮৪ সালের কাব্যগ্রন্থ ' নিরাময় শীত ' পেয়ে  আদ্যোপান্ত পড়ে বুঝতে পারি  কোনোভাবে  তিনি স্রেফ মেয়েলী কবিতা লিখে সময় কাটান না । তাই পেয়ে যাই:  ' শুধু তোলপাড় করে উঠে আসছে নিরাময় শীত ' / বল্গা হরিণের চোখের মতো অবিশ্বাসী শিকারির দিকে ।' ( নিরাময় শীত)  , ' রেটিনার দু-পাশ থেকে শিরাগুলো শুকিয়ে আসছে,  / রেটিনাতে কারা কড়া নাড়ছে,  / সময়টা এখন দুপুর ' ( ' সময়টা এখন দুপুর ')
বোঝায় তাঁর কাব্যিকতা দীর্ঘ বিস্তার লাভ করে সৃজনগত পরিশিলিতার কারণে । কবি এখনো লেখালিখি করে চলেছেন সমানভাবে ।
              কবির এ কাব্যগ্রন্থ মননকে তৃপ্ত করতে সমর্থ কারণ তাঁর পংক্তির উচ্চারণ এক দিগন্তরেখা থেকে আর এক দিগন্তে ধাবমান বলে । তাই যখন তিনি:  ' কালো পাহাড়ের ওপারে মনুষ্য রমন অথবা রমনীর/  শরীর ভাঙতে ভাঙতে শিল্পীর হাতুড়ি দুলছে হাওয়ায় ', ( পর্যটক)   ' এর মতো  পংক্তি গঠন করেন তখন তাঁকে সাবাশি দিতেই হয় । সে অর্থে কবি সুভদ্রা ভট্টাচার্য তাঁর কবিতা পড়ার ক্ষেত্রে আগ্রহ বাড়িয়ে তোলেন ।কবি পবিত্র মুখোপাধ্যায়ের প্রচ্ছদ মন টানে না ।



আটপৌরে কবিতা ১৭২-১৭৪ || অলোক বিশ্বাস || "আই-যুগ"-এর কবিতা

 আটপৌরে কবিতা ১৭২-১৭৪ || অলোক বিশ্বাস || "আই-যুগ"-এর কবিতা



১৭২.
বৃক্ষের নাম সিলভিয়া
সেখানকার
সব পাখি আমাকে দিয়েছে
১৭৩.
নদীর নাম সিলভিয়া
সেখানকার
সব স্রোত আমাকে দিয়েছে
১৭৪.
আকাশের নাম সিলভিয়া
সেখানকার
সব নক্ষত্র আমাকে দিয়েছে

শব্দব্রাউজ ৫৮ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৫৮ || নীলাঞ্জন কুমার 

                        | "আই-যুগ"-এর কবিতা



তেঘরিয়ার বিপাশা আবাসন সকাল আটটা কুড়ি । বল লোফালুফির ভাবনা ভাবতে ভাবতে হঠাৎ আমার পুরনো কবিতার লাইন মনে এলো ' ছড়িয়ে ছিটিয়ে দিই লুফে নাও আমায় ' । যেহেতু সারাক্ষণ নিজেকে নিয়ে লোফালুফি খেলাটি মনেপ্রাণে ,  তাই তাকে নিয়ে এগিয়ে গেলাম শব্দব্রাউজে।


শব্দসূত্র  : লুফে নাও আমায়


লুফে নেবার মতো হরেক বিষয় আছে । বাল্যের অভিমান থেকে না পাওয়ার আক্ষেপ , যাবতীয় শৌখিন হতাশা আর সরলতা মাখানো ছেলেমানুষি লোফালুফি করতে করতে কত সময় কাটে!  জীবনের মতান্তর মনান্তর নিয়েও ভাবনা করে সময় । তা নিয়ে ভাবনার লোফালুফি চলে । হাসে ভবিষ্যত । পরে মিলমিশ হলে বড় বেঁধে বেঁধে থাকতে ইচ্ছে । আসলে কি আর বলার,  না বলা কথাও মনে ঘোরে,  লাফায় । তাকে লুকোতে অন্য আনন্দ ।



শোক দুঃখ আর অপমান নিয়ে বড় বেশি মাতামাতি । তাদের ভাদুরের টলটলে সরোবরেও ফেলে দিয়ে আসতে পারি না । মাতব্বরি করি নিজের সঙ্গে নিজের আড্ডা মারতে গিয়ে । শেষ পর্যন্ত মনেরই জিত । সেই দুঃখ নিয়ে আমার লোফালুফি।



আমায় বড় দেখতে দারুণ আনন্দ । তাই সাজাই গোছাই পরিপাটি পরিচ্ছন্ন ব্যক্তিত্বে বড় হতে চাই ।  ভেতরের ছেলেমানুষি ছুঁয়ে থাকে আলগোছে ।



সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা ২৩৭ । নীলাঞ্জন কুমার || শৃঙ্গারের মায়াশব্দরূপ । সৌমিত বসু । ইসক্রা

 কিছু বই কিছু কথা  ২৩৭ । নীলাঞ্জন কুমার




শৃঙ্গারের মায়াশব্দরূপ । সৌমিত বসু । ইসক্রা । পন্ঞ্চাশ টাকা ।


' ঘুম পেলে ঐশ্বর্যকে জড়িয়ে ধরতে চাই,  অন্ধকারে বৌ এসে আমায় জড়ায় ' ( ' হে ঐশ্বর্য,  তোমাকে ') এই সোজাসাপ্টা অনেক প্রিয় উচ্চারণ কবি সৌমিত বসু তাঁর ' শৃঙ্গারের মায়াশব্দরূপ ' কাব্যগ্রন্থে বছর বারো আগে লিখে ফেলেছেন । সৌমিতের এই সব কবিতা আবার ছুঁয়ে দেখতে দেখতে বুঝতে পারি তাঁর ভেতরের সংযত অসংযত দিক কিভাবে তিনি ফুটিয়েছেন । যেমন  মা নামের কবিতাতে  তিনি অনিবার্যভাবে ফুটিয়ে তুলেছেন:  ' আমার জীবিত শত্রুদের মধ্যে আজও সন্ঞ্চরণশীল আমার মা । আমি ভুলেও চাই না এই শত্রুতা বন্ধ হোক । আমি ভুলেও চাই না আমি কবিতাহীন হয়ে পড়ি । ' বড় সুন্দর চাওয়ার সঙ্গে
আমার নিজের চাওয়া কেমন মিলেমিশে এক হয়ে যায় ! এটাই সৌমিতের ক্যারিশমা ।
        যা হোক,  সব সত্যের সামনে নিজেকে অকপট রেখে তিনি বেশ ভালোই বলেন মনের কথা,  যা কবিতা হয়ে ওঠে আপন তালে । আসলে সত্যি সত্যি সৌমিতের ভেতরে কবিতা আছে । তার ভেতরে তিনি খেলাধূলো করেন ।
            কবির সহজ কবিতা লেখার দিকটি এই কাব্যগ্রন্থ থেকে পাই । তিনি লেখেন: ' গান গাইছি । শুকনো বেন্ঞ্চের ওপর বসে, দু - পা দুলিয়ে/  মা- বাপের অভিশাপ লেগে পুড়ে উঠছে চেনা গাছতলা । ' ( ' অপেক্ষা কিংবা গ্রহতারা ') । শিল্পী আর. কান্তির অনন্য সাধারণ সিল্ক স্ক্রিন প্রচ্ছদের দিকে অবিরাম তাকিয়ে থাকতে ইচ্ছে জাগে ।




অসমাঙ্গ হৃদয়ের অসমাপ্ত কথা || সহেলী দে || আজকের কবিতা

অসমাঙ্গ হৃদয়ের অসমাপ্ত কথা 

সহেলী দে




শীতের শিশির ভেজা মস্।

গালিচা বিছায়ে সবুজের শালের আবডাল তলে;

রোদমাখা আবদারে সেঁক নেয় অসমাঙ্গ হৃদয়।

হোক সে অনুন্নত তবু অনাবিল তার সংযম, 

যদিও তোমার কাছে তা সংশয়!

উজ্জ্বল চাকচিক্যময় সবুজের গালিচা আস্তরন~

তরঙ্গের মিঠেলা রোদের হাসিতে মন ভোলায়। 

ভালোবাসিতে বাসিতে ছুঁয়ে দেয় পায়ের দুপাতা,

তখন সাবেকী ফার্ণ স্বপ্নের রডোডেনড্রনের ছাতা।

উঁকি দেয় মনের অগোচরে সরস আবেসে;

কানে কানে বলে যায়- হ্যাঁ হ্যাঁ আমি আমিই!

ভালোবাসি তাই বার বার তোমার কাছেই,

সেই তোমার কাছেই, ভালোলেগে~ 

ভালোবেসে ফিরে ফিরে আসি।

যতবার ফেরাও মোরে অনাদরে,

তবু ফিরে আসি ভালোবাসি।

আলগোছা পরশে অগোছালো হরষে,

আমি তোমাতেই তোমাকেই ভালোবাসি।

কি অদ্ভুত সেই ভিজে অনুভূতির রোদেলা হাসি!

আমি তোমার শ্রেয়সী আর আমি তোমার প্রেয়সী।

প্রীতি প্রেমের অনন্যা আভাসী;

জারবেরাকে বুকে আগলে ফিরে আসি।


চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৪ || সৌমিত্র রায় || "আই-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৪

সৌমিত্র রায় 

"আই-যুগ"-এর কবিতা


মেদিনীপুর ; ২৮-১২-২০২০ ; সকাল ৮:২০ ; রোদ ৷ শীত সকালের ৷ যোগচর্চায় ঘামের প্রয়োজনীয়তা বোঝাচ্ছে ৷৷ বিমর্ষ ফুলে ৷ আলতো আদর ৷ রোদের ৷ বলছে ৷ জেগে থাকো ৷৷ সতেজ ফুলপাতায় ৷ মেতে আছে ৷ নিজের মতো খেলায় ৷৷ লেপ ৷ আর তোমরা ৷ স্বপ্নের ভেতর ৷৷ বিছানা ছাড়লেই ৷ সংবাদ আর বীভৎসতাতেই ৷ মগ্ন ৷৷ সূর্য ৷ একা ৷ একা একা ৷ তোমাদের চারপাশ ৷৷ এতো শক্তি নিয়ে জাগছে ৷ বিশ্রামে যাচ্ছে ৷ সন্ধ্যা হলেই ৷৷ মনোরম সন্ধ্যায় ৷ চায়ের আড্ডায় ৷ চা খাচ্ছো ৷ চা খাচ্ছো ৷ মগ্ন আছো সংবাদচর্চায় ৷৷ সূর্য বলছে ৷ জেগে থাকা বলছে ৷ আমাদের লাইক কম ৷ লাইক ভীষণ কম ৷ তবুও নির্বিকার রোদ ৷ শীত শীত হাওয়া ৷৷ আহা প্রাণায়াম ৷ সকাল নামের ফোটা ফুলের ৷ সুবাস দাও ৷ আরো ৷৷ আমি গ্রহণে সক্ষম ৷৷ || আনন্দ ||

শব্দব্রাউজ ৫৭ || নীলাঞ্জন কুমার | "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৫৭ || নীলাঞ্জন কুমার 

                        | "আই-যুগ"-এর কবিতা



তেঘরিয়ার বিপাশা আবাসন ২৭। ১২। ২০২০ সকাল আটটা পন্ঞ্চাশ । প্রহরের পর প্রহর কাটিয়ে দেওয়ার মতো রেনু রেনু প্রেম এখন কোথায়?  সব প্রেম আইফোন,  ওয়াইফাই কিংবা নেটের মধ্যে । প্রাচুর্য কি অনুভূতিকে ভোঁতা করে দেয় , আবেগকে পাখা মেলে উড়তে বাধা দেয় । কিন্তু আমার তো তেমন হয় না !




শব্দসূত্র : তোমার জন্যে অনেক প্রহর




তোমার জন্যে সারা ভোর আধো ঘুম আধো জাগরণে অবর্ণনীয় ভালোবাসা । তোমার জন্যে হাজারো আদর কৌশল বড় কম মনে হয় । তোমার জন্যে সমস্ত উদ্দাম অবস্থার কাছে আমার যৌন তেজ খাটো হয়ে যায় । পৃথিবীর সব প্যাশন একত্র করেও যোগ্য হওয়ার পথ খুঁজে পাই না। ৮৪ লক্ষ জন্মের পরেও  আমি বুঝিনা কারোর মন । তবু  আবেগীয় মুহূর্ত তোমার জন্যে লালায়িত । সব কিছুর ভেতরে তোমাকে চাওয়ার যে
প্রবণতা,  শেষ দিন অবধি জেগে থাকবে কি?  হা হা ...


অনেক দিন এভাবে নিজেকে দেখিনি । এভাবে হ্যাঁ এভাবেই আবেগ ডানা মেলুক । প্রাণনা দিয়ে চাই ।


প্রহরের পর প্রহর নিঃসঙ্গ থাকলে কোথা থেকে প্রেম ছুটে আসে । মনে তখন অবুঝ সান্নিধ্য । প্রহরের পর প্রহর কাটে আপন তালে । আমি আমার মতো ।

আটপৌরে কবিতা ১৬৯-১৭১ || অলোক বিশ্বাস || "আই-যুগ"-এর কবিতা

 আটপৌরে কবিতা ১৬৯-১৭১ || অলোক বিশ্বাস || "আই-যুগ"-এর কবিতা


১৬৯.
চিঠির নাম সিলভিয়া
খুলতেই
বেরিয়ে আসে একাধিক বলিভিয়া
১৭০.
সিলভিয়া একটি মাছের 
চেতনা
আমার ঘুমে লিখছে দ্যোতনা 
১৭১.
সিলভিয়া দেখো আমাকে
বরফের
সাম্রাজ্যে ঢুকে পড়েছি ক্ষণিকে

রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

যাত্রা || ভাস্কর ঠাকুরীয়া || মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ-বাসুদেব দাস

 যাত্রা

ভাস্কর ঠাকুরীয়া 

মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ-বাসুদেব দাস 




ভরহীন সমর ফুল,তারা এবং রামধেনুর মধ্য দিয়ে ভেসে যাচ্ছিল।রেশমি মেঘের কোষগুলি    হয়ে ত্বক এবং পেশীর মধ্য দিয়ে আসা যাওয়া করছিল।অজানা পাখির গান এবং ডানার তালে তালে রামধেনুর ভেতরে থাকা নানা ধরনের পরিচিত অপরিচিত রঙ বিস্ফোরিত হয়ে তার সঙ্গে সঙ্গে যেতে লাগল।মাঝে মধ্যে তারা বুক ভেদ করে হৃদয়ে কুটকুট করছিল।

‘কনভালসন হচ্ছে।’

সিস্টারের রুক্ষ চিৎকার ইনটেনসিভ কেয়ার ইউনিটে যেন বিপদের ধ্বনি বাজিয়ে দিল।সেখানে উপস্থিত প্রতিটি মানুষ তার দিকে দৌড়ে এল।

‘Phenytoin নিয়ে এস তাড়াতাড়ি।’

কার্ডিয়াক মনিটরে পড়তে পড়তে কর্মরত চিকিৎসক সঙ্গের জনকে চিৎকার করে বলল।দুজনে মিলে তাকে চেপে ধরল,একজন সিস্টার জিভ আটকে গিয়ে যাতে শ্বাস প্রশ্বাস নিতে কোনো অসুবিধা নাহয় তারজন্য জিভটা চামচ দিয়ে ধরে রেখেছিল।

কনিষ্ঠ চিকিৎসক তার মুখ থেকে বেরিয়ে আসা ফেনাগুলি সাকসন মেশিন দিয়ে বের করে দিচ্ছিল।‘ইনটিউব’এর প্রয়োজন হতে পারে ,তৈরি থেক।’

যুদ্ধকালীন ক্ষিপ্রতায় প্রতিটি মানুষ তার সঙ্গে লড়াই করছিল।প্রায় আধা ঘণ্টা পরে সমরের আস্ফালন গুলি কমে এল।অক্সিজেনের পরিমাণ,হৃদয় স্পন্দন,হৃদ বৈদ্যুতিক রেখাগুলি  সাধারণ অবস্থায় ফিরে এল।ক্ষণিকের জন্য হলেও মানুষগুলি স্বস্তির নিশ্বাস ফেলল।কিছুক্ষণ আগের স্বর্গীয় পরিভ্রমণের পরিতৃপ্তি এবং এখনকার নাটকীয় পরিস্থিতির মাঝখানের বিভাজনের রেখাটার অবস্থিতি সমরের কাছে অত্যন্ত সূক্ষ্ণ ছিল। ব্রহ্মমণ্ডলের কোনো অজানা গ্রহের প্রাণী যেন মনে হওয়া সবুজ গাউন,চশমা,মুখের আবরণ ও টুপি পরা চিকিৎসকটি সমরের চোখের মণিতে টর্চের আলো ফেলল।মণির গহ্বরটা আলোতে ছোট-বড় হতে লাগল।কিছুক্ষণ আগে সে কোথায় কীভাবে উড়ে বেড়াচ্ছিল তা ভাবতে ইচ্ছা করছিল।তার মনে হল তার চিন্তার চালিকা শক্তিটা যেন বাইরে থেকে পরিচালিত হচ্ছে। 

স্পেশশিপের মতো দেখতে এই অত্যাধুনিক আই সি ইউ টার পরিচিত অপরিচিত নানারকমের যন্ত্রপাতি,কম্পিউটার এবং প্রায় মহাকাশচারীর মতো কাপড় পরা মানুষগুলি কী করছে,কেন করছে,এই জায়গাটা কোনো পরমানবিক অনুসন্ধান  কেন্দ্র না কোনো মহাকাশযান এইসব প্রশ্ন একবারও মনে আসেনি।আলো-ছায়ায় টিটি শব্দ করতে থাকা যন্ত্রগুলির মধ্যে সে নিশ্চুপ হয়ে পড়েছিল।যে কোনো মুহূর্তে সে অনুভূতির পৃথিবীর মধ্যে দিয়ে ভেসে বেড়াচ্ছিল।

মাঝে মধ্যে কারও মুখে শুনে ‘সাত দিন হল,অবস্থা একই আছে।’তার কাছে কিন্তু দিন-রাত সময়ের কোনো অস্তিত্ব ছিল না।অবুঝভাবে নিশ্চুপ হয়ে পড়ে থাকে।মানুষ আসে,মানুষ যায়। পরিচালিকা এসে পাউডারের গুড়িগুলি সমস্ত শরীরে মেখে নেয়।চিকিৎসক এসে পরীক্ষা করে।জমাদার এসে শরীরের আবর্জনা গুলি পরিষ্কার করে যায়।কিন্তু এই সবের সঙ্গে তার কোনো করণীয় থাকে না।এক অজানা শক্তি তাকে পরিচিত-অপরিচিত সময়ের পৃথিবীতে নিয়ে যায়। তার মধ্যে কোনোটি সমরের পরিচিত অতীত,কোনোটা বাস্তব এবং কোনোটা হয়তো অপরিচিত কালহীন সত্তা সঞ্চয়।

এভাবেই সে দেখেছিল শৈশবে মাঠে শুয়ে শুয়ে দেখা জ্বলজ্বল করতে থাকা তারার আকাশটা।সেদিন সে একটা তারা থেকে অন্য তারা পর্যন্ত রেখা টেনে,গাছ,হাতি বানিয়ে আনন্দ লাভ করেছিলেন।নিচে অগণন জোনাকি পোকা নেচে বেড়াচ্ছিল,তার বাইরে সমস্ত কিছুতে অন্ধকার। দাদারা ভেলাঘর তৈরিতে ব্যস্ত থাকায় সে নরার স্তূপে পড়ে সেগুলিতে হারিয়ে যাওয়া ছন্দ মিলিয়ে রাতের ঝিঁ ঝিঁ পোকা এবং পাশের পুকুরের ব্যাঙগুলির সঙ্গীতের তালে তালে নাচতে লাগল।নিজের অজান্তে কখন ঘুমিয়ে পড়ল বলতেই পারে না।

সেই রাতটা থেকে সে সিগারেটের ধোঁয়ার মতো কুন্ডলি পাকিয়ে সেই আই সি ইউ তে ফিরে এসেছিল না অন্য কোনো জগতের উদ্দেশ্যে যাত্রা করেছিল সেটা ভাবার জন্য সমরের চালিকা শক্তির আধুনিক যন্ত্রটিতে তার কোনো অনুমোদিত কার্যক্রমণিকা ছিল না। 

সেই বিছানা  থেকে সে অনেকগুলি জায়গায় গেছে।গ্রামের বাড়ির বকুল ডালের গন্ধের মধ্যে,বনভোজের স্ফুর্তির অন্তহীনতায়,আগে শাসন করতে না পারা,বুকে সঘন কম্পনগুলির মধ্য দিয়ে সে চলে গিয়েছিল। কখনও কখনও তার যাত্রা অসম্পূর্ণ রেখেই সে কুন্ডলী পাকিয়ে তার বিছানায়   ফিরে আসে,চারপাশে উৎকণ্ঠিত টুপি এবং মুখোস পরা মুখগুলি দেখে সমর ভাবতে চেষ্টা করে এসব কী হচ্ছে? সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে,ইলেকট্রনিক মনিটরগুলির বিপারগুলি চিৎকার করে উঠে ,ধমনীতে লাগানো ইঞ্জেকশনের মধ্য দিয়ে আরও কিছু ওষুধ যায়-তারপরে ঘটনাগুলি স্থবির হয়ে থাকে।মানুষগুলি অন্য একটি বিছানার রোগির কাছে চলে যায়,নাহলে তারা পাশের টেবিল চেয়ারগুলিতে বসে বিশ্রাম নেয়,ফোনে কথা বলে না হলে সেখানে বসে বসেই ঘুমোতে চেষ্টা করে।

ঘর থেকে বহু হাজার মাইল দূরের তার তিক্ত দৈনন্দিন জীবন যুদ্ধের গণিতগুলিতে কিন্তু সে একবারও যায়নি। সঙ্গীহীন আশ্চর্য শহরটিতে ক্যাশ বুক,লেজার বুক,ভাউচার জমা এবং খরচের অমিল সংখ্যাগুলি,নাহলে পাবগুলিতে দুই হাজার ডেসিবেল সঙ্গীতের তালে তালে আলজিভ ঠেলে টেনে বইয়ের খাওয়া সময়গুলিতেও সে একবারও যায়নি।

সাতদিন হল সে একভাবে পড়ে আছে।বিকেলে একজন এসে তার নাম ধরে ডাকল ‘সমর,সমর!এই’?আওয়াজটা দূর থেকে ভেসে আসার মতো সে অস্পষ্টভাবে শুনতে  পেয়েছিল।কপালে চাপ দিয়ে সে চোখদুটি মেলে তাকাল।সিনেমার Extra Terrestroal  প্রাণীর মতো দেখতে মুখগুলি সে চিনতে পারছিল না।

কোমৰ,বুক,বুকের হাড়্গুলিতে সে এক অসহ্য ব্যথা অনুভব করল।শ্বাস-প্রশ্বাসে ভাঙ্গা হাড়্গুলি একে অপরের সঙ্গে চাপা খেয়ে খট খট করে শব্দ করছে। যন্ত্রণায় কাতর হয়ে সে মুখ দিয়ে ‘ঘোৎ’করে শব্দ করল।তাকে চারপাশে ঘিরে থাকা মানুষগুলির গুঞ্জন শুনতে পেল।সামনের অস্পষ্ট মুখগুলি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল ঠিক যেভাবে ক্যামেরার জুম লেন্সগুলি ধীরে ধীরে ঘুরিয়ে ফিরিয়ে ছবি স্পষ্ট করে তোলে। সবুজ আবরণে শরীরের বেশিরভাগ ঢেকে রাখা মানুষগুলিকে তার পরিচিত বলে মনে হল না,মাত্র একজন ছাড়া। জুমের পেছনে দাঁড়িয়ে একান্ত মনে তার দিকে তাকিয়ে থাকা গোলাপি গালের সজল মেয়েটিকে দেখে তার 

মনে কিছু একটা ভাব আসতে লাগল।‘ও কে?সে ওকে জানে নাকি?সেই চোখদুটি,মাস্কটার মধ্য দিয়ে বেরিয়ে থাকা মুখটা এবং দেখা না দেখার মাঝখানে নববিবাহিতার সিঁদূরের ফোঁটাটা তার কেমন যেন পরিচিত বলে মনে হল।

‘সা-গ-রি-কা।’

সাগরিকা তার পুরোনো সহকর্মী। এই আজব অপরিচিত শহরে তার প্রথম বন্ধু।

তার মুখ দিয়ে বেরিয়ে আসা চারটি অক্ষর বাকি কয়েকজন বুঝতে না পারার মতো হলেও ফুটে উঠল।উঃআঃ ছাড়া অন্য কেউ আর কিছু শুনতে পেল না।

কমা স্কেলে কিছুটা ইম্প্রুভমেন্ট দেখাচ্ছে।কিন্তু এখনও বিপদমুক্ত বলা যাবে না। Head Injury র সঙ্গে  Multiple fracture ও রয়েছে।তাই কোনোকিছুই জোর দিয়ে বলা যাচ্ছে না।’চিকিৎসকের কথা শেষ হওয়ার আগেই খট খট করে শব্দ করে সাগরিকা বেরিয়ে গেল।

সাগরিকা এখানে কেন এসেছে এবং সেই বা এখানে কীভাবে এল?

এই আন্তর্জাতিক শহরটিতে আসার দুই বছরের মধ্যেও অ্যাকাউন্টেন্সির অফিস,তার হিসেব পত্র বস বেঁধে দেওয়া সময় সীমার বাইরে তার জীবনে কিছুই ছিল না।এলার্ম ঘড়ির চিৎকারে ধড়মড় করে উঠে মুখ ধুয়ে দৌড়াতে দৌড়াতে এসে অফিসে পৌছায়,তারপরে কম্পিউটার,ব্যালেন্স সিট এসবই।রাতের বেলা ঘরে ঘুমোতে আসা হয়।বেতন যে বেশি পাচ্ছে,সে যে কাজটাকে খুব ভালোবাসে তা ও নয়।কেবল করতে হয় বলে করে চলেছে।এটা ছেড়ে দিয়ে অন্য চাকরিতে ঢুকলেও তাকে এটাই করতে হবে।তাই আজকাল সে আর এসব নিয়ে ভাবে না। 

আগে সাগরিকার সঙ্গে  কফিবারে কাটানো সময়গুলি সে মুখের মূলধন হিসাবে ঘোষণা না করেই মেনে নিয়েছিল।ওরা মাত্র ফুলের বিষয়ে আলোচনা করত।ড্যাফোডিল,টিউলিপ,সূর্যমুখী,গোলাপ কোনটার কী রঙ ভালো লাগে,কীভাবে রোপণ করতে হয়,কোথায় কীভাবে কলমের চাষ করতে হয়,কোন গাছের বনসাই ওরা করেছে ,কী করতে বাকি থেকে গেল-এক কাপের পরে আরেক কাপ কফি এবং পেস্ট্রি খেয়ে ঘণ্টার পরে ঘণ্টা ধরে ওরা এইসব বিষয়ে কথা বলছিল।

সমরের প্রিয় ফুলগুলি বকুল,টগর,যেগুলির সঙ্গে সে বড় হয়েছিল সেইসব বিষয়ে সাগরিকার জ্ঞান অবশ্য যথেষ্ট কম,তথাপি দুজনের ফুলের প্রতি কৌতূহল থাকার জন্য ওদের সময়টুকু যেন ভালোভাবে পার হয়ে যেত।আলোচনায় সবসময় ঘুরে ফিরে রজনীগন্ধার কথা আসত।রজনীগন্ধার রূপ, গন্ধ, কোমলতা  ওদের দুজনেরই অত্যন্ত প্রিয়।প্রতিদিনই ওদের কথায় একবার না একবার রজনীগন্ধার প্রসঙ্গ উঠত।ওদের সম্পর্কটা ফুলের ছিল ঠিক প্রেম নয়,বন্ধুত্বও বলা যায় না।কিছুদিন পরে তার বিয়ে হয়ে গেল,ওদেরই এক্সিকিউটিভ প্রভজ্যোতি সিংহের সঙ্গে।আশ্চর্যজনক ভাবে সে ফুল বা সেই ধরনের জিনিস ভালোবাসে না।Fitness Conscious প্রভজ্যোতি তার জিমনেসিয়াম,ডায়েট এবং অফিস ছাড়া অন্য কোনো কিছুই বুঝতে পারত না,আর সাগরিকা এক কথায় তার বিয়ের প্রস্তাবে সম্মতি দিয়ে দিল।

তারপরে সমরের জীবনটা কোনো কারণ ছাড়াই রুটিন হয়ে পড়েছিল।অফিস আসে আর যায়,রাতে রুমে পড়ে থাকে।সপ্তাহান্তে পাব বা ডিস্কে সুরাপান করে,গাড়ি নিয়ে মেডরেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।কিন্তু এসবেও কোনো আগ্রহ বা আনন্দ তাঁর ছিল না।কাজগুলি করতে হয় বলে করে যেত। একবার সে বাড়িতেও এসেছিল কিন্তু বাড়িতেও তার জন্য কিছু ছিল না। গ্রাম থেকে তারা উঠে এসে শহরে ঘর বানিয়েছে আর শহরটা তার অপরিচিত।সে তার শৈশবের পরিচিত গ্রামে একবার গিয়েছিল।গ্রামের সঙ্গীরা ইতিমধ্যে জীবিকার তাড়নায় অন্য শহরে চলে গেছে।তার পরিচিত চাষের জমি,গ্রামের নামঘরটা ,বাতাবী লেবু দিয়ে বল খেলার মাঠটা তার অপরিচিত প্রাণহীন বলে মনে হচ্ছিল।

সেখান থেকে ফিরে এসে পুনরায় সে গাণিতিক অফিসের  গণনায় ব্যস্ত হয়ে পড়ল।তারপর সে আর বাড়ি ফিরে যায়নি।অফিস পাব,রুম এইগুলির মধ্যে সে পুনরায় ডুবে গেল।সাগরিকার সঙ্গে  মাঝে মধ্যে দেখা হয় কিন্তু ক্রিসেন্থিমাম বা রজনীগন্ধার কথা বলার মতো কারও অবসর থাকে না। অফিসে আসা কাজগুলি সময় সীমার মধ্যে শেষ করার জন্য প্রায়ই তাদের অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়।বহুরাষ্ট্রীয় অফিসটার শাখাটা সম্মুখিন হওয়া প্রতিটি সমস্যাকে সমরদের নিজেদের সমস্যা বলে ভাবতে হত।কিন্তু তাদের ব্যক্তিগত সমস্যাগুলি ওদের নিজেদের সমস্যা হয়েই থাকে।সপ্তাহান্তে পাওয়া আটচল্লিশ ঘণ্টা ছুটিতে সমর এবং সহকর্মী দুজন অত্যাধুনিক পাবগুলিতে সুরাপান করে নাহলে গাড়ি নিয়ে শহরের বাইরের হাইওয়েগুলিতে অনর্গলভাবে ঘুরে বেড়ায়।সঙ্গীদের এইসবের প্রতি ভীষণ আগ্রহ। সমর কেবল তাদের সঙ্গে থাকে সময় পার করার জন্য।নিশ্বাস নেওয়াটাকেও সে যান্ত্রিক জীবনের রুটিন বলেই ধরে নিয়েছিল।

সেদিনও সপ্তাহান্তে ওরা বেরিয়ে এসেছিল।মন চাইলেও বন্ধ করতে না পারা যান্ত্রিকতার ওপরে হঠাৎ সমরের রাগ উঠে গেল।ডিস্কোটাতে অন্ধকারের মাঝেমধ্যে লাল নীল আলোগুলি সবাইকে ছূঁয়ে যাচ্ছিল।ডিস্ক জকি পুরোনো জনপ্রিয় একটা গানকে খন্ড বিখন্ড করে মাঝে মধ্যে দ্রুত এবং ভাঙ্গরার তালে তালে দুই হাজার ওয়াটের শব্দ বাক্স গুলির মাধ্যমে সবাইকে শোনাচ্ছিল।সমরের সঙ্গী কয়েকজন তার তালে তালে নাচার জন্য নৃ্ত্যের কার্পেটের দিকে এগিয়ে গেল।বারের এক কোণে একটা টুলে বসে হাতে বীয়রের ক্যান নিয়ে থাকার সময় হঠাৎ ধৈর্যচ্যুতি হয়ে সমর ডিস্কোবার থেকে বেরিয়ে এল।

গাড়ির ইঞ্জিনটা চালিয়ে ক্ষিপ্রগতিতে কথাগুলি ভাবতে লাগল-নিজের গ্রাম,নগরে নতুন করে বানানো তাদের ছোট বাড়িটা,তার অফিস,অট্টালিকা,ডিস্কোথেক কোথাও সে নিজেকে খুঁজে পায়নি।শিখণ্ডীর পৃথিবীতে জীবন নামের যেন অন্য কোথাও।

‘Life is elsewhere’

সে বিড়বিড় করল।গাড়ির এক্সিলেটরে ধীরে ধীরে চাপ দিল,গাড়িটা বোধহয় এগিয়ে যাচ্ছিল।গতির কাঁটাটা ,একশো,একশো কুড়ি,একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টার কাঁটা ছুঁয়ে চলল। রাত দুটো বাজে যদিও রাস্তায় কিছু গাড়ি ঘোড়া চলছিল।ঠিক তখনই সামনের একটা বিশালকায় লড়ির হেড লাইটের আলো তার চোখ ধাঁধিয়ে দিল।লড়ির হর্ণটা তার কানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা বিকট অদ্ভুত এবং ভয়ঙ্কর সংঘর্ষের শব্দ হল।

তারপরে…

তারপরে কী হল সমরের মনে নেই।

ফুল তারা এবং রামধেনুর মধ্য দিয়ে ভরহীন যাত্রার মাঝে মধ্যে সে এসে স্পেস শিপ সদৃশ আইসিইউ তে আশ্রয় লাভ করে,মানুষগুলিকে দেখে,ততটাই। বুকের ভাঙ্গা হাড় গুলি থেকে সমস্ত শরীরে ছড়িয়ে পড়া ব্যথায় কাতর হয়ে সে চোখ মেলে তাকাল,সেইসময় তার চারপাশে কেউ ছিল না। অনবরত তার টিউব-লাইটগুলি জ্বলে থাকে বলে তখন দিন ছিল না রাত সে বুঝতে পারেনি।চিকিৎসক এবং একজন নার্স তার থেকে কিছুটা দূরে থাকা একজন রোগীর নাক দিয়ে খাদ্যনালী পর্যন্ত একটা পাইপ ভরানো ছিল।নিশ্বাসে রাস্তাটা বন্ধ হতে চলার জন্য নাক এবং মুখ দিয়ে খোপ খোপ শব্দ হচ্ছিল।তার অন্যপাশের রোগীটির মুখে অক্সিজেন এবং মাস্ক নিয়ে প্রশান্ত ভাবে শুয়ে ছিল।একজন পরিচারিকা রোগীর কেস হিস্ট্রিতে ওষুধ পত্রের হিসেব লিখছে।বাইরে যাবার ইচ্ছায় সে পা টা তুলতে চেয়েছিল।না।পা,হাত,মাথা কোনো অংশই সে চেষ্টা করেও নাড়াতে পারল না।অশেষ কষ্ট করে সে চোখের পাতাটা মেলতে পেরেছিল।সামনের সমস্ত কিছুই কেমন যেন অস্পষ্ট আর ধোঁয়া ধোঁয়া বলে মনে হল।যেন ফোকাশের বাইরের কুয়াশা ঢেকে রাখা লেন্সের মধ্য দিয়ে জিনিসগুলি দেখছে।যন্ত্রগুলি,কাছের রোগীরা,হাতে ওষুধের ট্রে নিয়ে ঘুরে বেড়ানো সিস্টার সবাই ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগল।

একটা মায়াবী অনুভূতির সঙ্গে সঙ্গে সে,সমরের দেহ থেকে বেরিয়ে ভরহীনতায় ফুল-তারার আলোর মধ্য দিয়ে এগিয়ে যেতে লাগল। রঙ এবং বর্ণনার বাইরের অনুভূতির মধ্য দিয়ে যেতে যেতে চোখ মেলে সে অফিসটা দেখল।সেখানে সবাই আগের মতোই কাজ করছে এবং কফিবারে প্রভজ্যোতি এবং সাগরিকা কফি খাচ্ছে।প্রভজ্যোতি তাকে ট্রাইসেপ এবং লেটি-মাছ দর্চি নামের মাসল দুটোর জন্য এবং পাসাটা সেট ব্যায়াম করার সুখবরটা আনন্দ মনে দিচ্ছে,সঙ্গে্র ডিস্কো প্রেমিকরা ডিস্কোথেকে হাতে বীয়রের ক্যান নিয়ে নেচে চলেছে।চোখদুটি বন্ধ করে পুনরায় সে রঙের ঢেউয়ে ভেসে যেতে লাগল। সে পুনরায় তার গ্রামের মাঠ থেকে  আকাশটা দেখতে  পেল,দূরের পাহাড়ে ছড়িয়ে পড়া ফুটফুটে হলদে সরষের খেতগুলি,গ্রামের বিলনিতে লালুকি,মাছের সঙ্গে ফোঁটা ভেটগুলি। দেহাতীত সমর ভেসে পুনরায় সেই ইনটেনসিভ কেয়ার ইউনিটের দশ ইঞ্চির বেড়ার মধ্য দিয়ে এসে তার কর্মচারীদের ব্যস্ত অবস্থায় দেখল।প্রত্যেকেই একজন রোগীকে উত্তেজিত ভাবে চারপাশ থেকে ঘিরে ধরেছে।দুজন চিকিৎসক তাঁর বুকে চেপে ধরে কার্ডিও পাল্মনারি রিসাসসিটেশন  করছিল।রোগীর কার্ডিয়াক মনিটরের রেখাটা প্রায় সমান হয়ে কিছু স্বাভাবিক শব্দ করছিল আর পালস অক্সিমিটারের পরিমাণগুলি অনেকটা এদিক ওদিক হচ্ছিল।

চিকিৎসক এবার ডিফিব্রিলেটরটা হাতে নিয়ে রোগীর বুকে বৈদ্যুতিক সংযোগ করলেন।রোগিটি লাফিয়ে উঠল,সবাই মনিটরের দিকে তাকাল-না,রেখাটা এখনও সমান।একজন পালস দেখল-‘পায় নি’।

চোখের মণিতে আলো ফেলতেই মণির গহ্বরটা বড় হয়েছে।তারপরে আর করার কিছুই নেই।এক এক করে মানুষগুলি চলে গেল। একজন মৃত্যুর প্রমাণ পত্র লিখতে লাগল।সমর রোগীর দিকে তাকাল-গভীর প্রশান্তিতে সে নিশ্চিত মনে চিত হয়ে পড়েছিল।দুচোখে মহাশূন্যের দিকে ভাবহীন দৃষ্টি,সে ভালোভাবে মনে করে দেখল ,কয়েক মুহূর্ত আগে পর্যন্ত সেই দেহটার অধিকারী সে নিজেই ছিল।

কর্কশ শব্দ করে স্ট্রেচারটা তার দেহটাকে ঠেলে আইসিইউ এর বাইরে বের করে নিচ্ছিল।বাইরের কিছু কৌতূহলী মুখ তার পথ ছেড়ে দিল।আর তার সঙ্গে সঙ্গে বের হল,স্ট্রেচারের চাকাগুলির গতি বাড়তে লাগল।

ক্রমশ বেড়ে আসা দূরত্বের সেই ভিড়টার মধ্যে সাগরিকার রঙিণ মুখটা সে দেখতে পেল।তার হাতে রজনীগন্ধার একটা স্তবক ছিল।স্তবকটার মাদকতা ভরা গন্ধটা শীতল সরীসৃ্পের মতো ছড়িয়ে তাকে জড়িয়ে ধরল…।  

-----------











চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৩ || সৌমিত্র রায় || "আই-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৩

সৌমিত্র রায় 

"আই-যুগ"-এর কবিতা


গান্ধিমোড় ; ২৭-১২-২০২০ ; সন্ধ্যা ৭:৪২ ; কথা বলছে ৷ চায়ের কাপ ৷ পতাকাদের সাথে ৷৷ শীত নামছে ৷ কথা বাড়ছে ৷ বড়ো হচ্ছে ৷ সন্ধ্যা ৷৷ নিজেকে দেখে না ৷ কোনো পতাকাই ৷৷ কোনো পতাকা ৷ নিজের কথা শোনে না ৷৷ যারা বাঁধছে ৷ পতাকা ৷ তারা তুফান তুলতে চাইছে ৷ চায়ের কাপে ৷৷ দুটো ডিমের পোচ ৷ নতুন কিছু বলছে ৷৷ শুনছি ৷৷ || আনন্দ ||

আটপৌরে কবিতা ১৬৬-১৬৮ || অলোক বিশ্বাস || "আই-যুগ"-এর কবিতা

 আটপৌরে কবিতা ১৬৬-১৬৮ || অলোক বিশ্বাস || "আই-যুগ"-এর কবিতা


১৬৬.
ডিজিটাল ধর্ষণগুলি দেখে
প্রশাসক
নিজেই বলিতেছেন রেখে ঢেকে

১৬৭.
শূন্যে মিলিয়ে যাওয়া
পাখিটির
মিটিমিটি হাসিটি ডিজিটালে পাওয়া

১৬৮.
আমার যৌনতা হাসছে
ডিজিটাল
সেতো প্রবহমান সেতো উত্তাল

কিছু বই কিছু কথা ২৩৬ । নীলাঞ্জন কুমার || অনন্তজাতক । সোমক দাস । অমৃতলোক সাহিত্য পরিষদ ।

কিছু বই কিছু কথা ২৩৬ ।  নীলাঞ্জন কুমার




অনন্তজাতক । সোমক দাস । অমৃতলোক  সাহিত্য পরিষদ
। আঠারো টাকা ।


একুশ বছর আগে ' অনন্তজাতক ' কাব্যগ্রন্থের কবি সোমক দাস খোলামনে কিছু কথা বলতে চেয়েছেন,  যা প্রকৃতার্থে কবিতায় রূপান্তরিত হয়েছে । সোমক সেই কবি যিনি শুধুমাত্র কথার ছলে কথা বলেন না । সোজাসাপ্টা একেবারে ' বাপি বাড়ি যা ' মার্কা শটে বল বাউন্ডারি পাঠাতে পারেন।  যেমন : ' মানুষ নামের এই কিছুটা জন্তুর জন্য কি কবিতা/  লিখে যাবে তুমি?  ' ( ' অবাস্তব- ২') , ' শুধু কবিতা বোঝানোর জন্য কত অধ্যাপক মাইনে পায়/  কবিতা ছাপবে বলে সম্পাদক কি যে পায় । ' ( ' অবাস্তব ') এর মতো কবিতা ।
             এই ' কেয়ার করি না ' গোছের কবিতা লিখতে লিখতে কিছু পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে গেছেনখ কবি সোমক । তাছাড়া তিনি অন্যভাবেও কথা বলতে পারেন,  যেমন  :  ' যদি কেউ কাছে ডেকে কথা বলে স্বভাববশতঃ/ হাওয়া এসে বলবে তাকে  :  যাও ফিরে গাঢ় অবকাশে । ' ( ' পতনের পর ') সোমক দারুণভাবে কত স্বাভাবিক কথা বলে চলেন তা অনেককেই বেশ ঈর্ষান্বিত করে তুলতেই পারে তার উদাহরণ কাব্যগ্রন্থে অনেক ছড়ানো আছে । পাশাপাশি তাঁকে গোছানো শব্দের কথাও বলতে দেখি  :  '  খুলে রাখতে বলে পরিচ্ছদ । বলে/  উপকূলে নয়,  অন্তত জানুসিক্ত অন্ধকারে এসো । ( ' সমুদ্রকে ' ) - র সঙ্গে শব্দপ্রেমকে প্রদক্ষিন করতে ইচ্ছে হয় ।
            কবি এখনো লিখে চলেছেন দারুণভাবে । তাঁর আরো কাব্যগ্রন্থ পড়ে বুঝি,  তিনি সত্যের সঙ্গে আছেন , অন্তত কবিতার ক্ষেত্রে তো বটেই  । ঋতব্রত জোয়ারদারের প্রচ্ছদে চিন্তা আছে । ভালো লাগে পরিমিতি বোধ ।

শব্দব্রাউজ ৫৬ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৫৬ || নীলাঞ্জন কুমার 

                        | "আই-যুগ"-এর কবিতা



তেঘরিয়ার বিপাশা আবাসন । ২৬। ১২ । ২০২০ সকাল সাড়ে আটটায় । ছুঁয়ে ফেলে দেওয়ার ভেতরে যেমন পরিত্যাজ্যতা থাকে তেমনি দুঃখ মিশে থাকে ।এই অনন্ত সত্যের সঙ্গে সন্ধি করে আমরা প্রতিদিন কত কিছু নিঃশেষ করি নিজের কাছ থেকে । তারপর তাদের মাথা থেকে ডিলিট করে দিই ।



শব্দসূত্র  :  নিজেকে নিক্ষেপ করি



নিজেকে স্বপ্নের সঙ্গে বসবাস করতে দিয়ে, বাদবাকি যা কিছু ফেলে দিতে , জানি মায়ামমতা ত্যাগ করতে হয় ।নিজেকে অদ্ভুত আবেশের মধ্যে রেখে সংজ্ঞা খুঁজি পরিত্যাজ্যের । নিজেকে গড়ে তুলি নির্মমতা দিয়ে ঘিরে । নিজেকে বিশ্বাসের মধ্যে স্বাদ খুঁজে নিতে ঠিকঠাক গড়েপিটে নিই । তবে তো হয়ে উঠি প্রকৃত ।



নিক্ষেপ করার জন্য শক্তি চাই । সে শক্তি আমাদের যিনি দেন তাকে মনেই আনি না । নিক্ষেপের স্বপ্নে সারাদিন শুদ্ধ হই । সে শুদ্ধতা আমায় অন্য কিছু দেয় । দূষণহীন জীবনের জন্য প্রার্থনা জারি থাক । প্রকৃতি আমায় ভালোবাসে বলে দূষণ নিক্ষেপের ইচ্ছে জাগে । আমি গভীরতার স্বাদ পাই ।



করি প্রার্থনা ।  দিই সকলের জন্য ভালো কিছু । করি মনের মতো সুন্দর সব দিক । করি উজ্জ্বল,  ভরিয়ে দিই ঘরদোর ।







শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা ২৩৫ । নীলাঞ্জন কুমার লুসির কয়েক ফোঁটা আশ্চর্য জল আর কয়েকটা আইসক্রিম অ্যাডভেন্ঞ্চার । শুভঙ্কর দাশ । গ্রাফিত্তি

কিছু বই কিছু কথা ২৩৫ । নীলাঞ্জন কুমার




লুসির কয়েক ফোঁটা আশ্চর্য জল আর কয়েকটা আইসক্রিম অ্যাডভেন্ঞ্চার । শুভঙ্কর দাশ । গ্রাফিত্তি
। আড়াই টাকা ।


' চটি ভাঈরাস ' সিরিজের অন্যতম কবি শুভঙ্কর দাশের অতি ক্ষুদ্র কাব্য পুস্তিকায় এক অতি বৃহৎ শিরোনাম
' লুসির কয়েক ফোঁটা আশ্চর্য জল আর কয়েকটা  আইসক্রিম অ্যাডভেন্ঞ্চার ' এর মতো বইটিতে প্রধানত যৌনতা,  পশ্চিমী চিন্তাধারা ও  গতানুগতিকতা উপেক্ষা করার স্পর্ধা জ্বাজ্জ্বল্যমান। বাংলা কবিতার গতানুগতিকতায় যারা ক্লান্ত,  তাদের কাছে সামান্য হলেও যা গুমোটভাব কাটাতে পারে ।
                    শুভঙ্করের কবিতাতে আমরা পরিপূর্ণ যৌনতার ভেতরে ধাবিত হতে দেখি :  '  খানিকটা ঘাম তৈরি করে রেখো        এঁকে রেখো হৃদয়ে মম/ এইবার আসিতেছে ধেয়ে প্রিয়তম হে... , ' ( ৮৪ লক্ষ যোনি ভ্রমণ ২ ) , ' বীর্য থেকে থাকা গ্রহণের তরে/  তিল তিল জমিয়ে রেখেছে এই আঁধার পাতার শিতল '  ( ' এক টুকরো সাদা ক্লান্তি ') র মতো পংক্তির ভেতর দিয়ে । আপাতদৃষ্টিতে এ কবির কবিতার ভেতর কেয়ারফুলি কেয়ারলেস বিষয়টি আছে । যারা কবিতা বোঝেন বা চর্চায় আছেন এমন পাঠককুল ঠিক ধরে নিতে পারবেন তার ভেতর জারিত করার আছে আসল লক্ষ্য ,  যাতে  কিছুটা রহস্যময়তা রাখা হয়েছে ইচ্ছে করে ।
                কবির এই ' চটি ভাঈরাস ' ভাইরাস হয়ে পাঠকের মধ্যে সংক্রমিত হবে কিনা জানিনা,  তবে ক্ষুদ্র এই কাব্য পুস্তিকায় তিনি আগুন জ্বালাতে চেষ্টা করেছেন  একথা মেনে নেওয়া ছাড়া উপায় কি? দীর্ঘ কুড়ি বছর আগের এই প্রয়াস এখনো মানুষ গ্রহণ করেনি,  কবে করবে জানা নেই । কারণ মানুষতো গতানুগতিকতাতে অভ্যস্ত , তার বাইরে যেতে তাদের অগাধ ক্লান্তি,  হাজারো গড়িমসি ।

নেটওয়ার্কের বাইরে || পৃথা চট্টোপাধ্যায় || কবিতা

নেটওয়ার্কের বাইরে

পৃথা চট্টোপাধ্যায়




আমেজী শীতে সূর্যের লন্ঠনে তেজ নেই

বড়োদিন
বাতাসের ঘুলঘুলি দিয়ে দেখতে চাইছিলাম
শীতের কমলালেবুর দুপুরে
ফেলে আসা অগুন্তি বড়োদিন
রাস্তার ধারে লোহার রেলিংয়ে
ভাবনার চাদর বিছিয়ে দিই
অন্নবস্ত্রহীন পথশিশু আর
ছন্নছাড়া বেওয়ারিশ কুকুরের ভালোবাসায়
পথ চলতে থমকে যাই
একটা করুণ মুখ হাত পাতে
ক্রুশবিদ্ধ মানুষের মুখ
থমকে দাঁড়াই
তাকে পেরিয়ে

সব নেটওয়ার্কের বাইরে অক্সিজেন খুঁজি
বড়োদিনের বড়ো ম্লান আলোয় ...

অনুগল্প || অতিমারি || বিনোদ মন্ডল

 অনুগল্প

অতিমারি

বিনোদ মন্ডল 



কেষ্টপদ'র দোকানে দাঁড়ালেই নানা স্বাদের দুঃখ আমার চারদিকে ভনভন করে যায়। 

তবু দাঁড়াই। কেন না, আমার আপাত-নিরাপদ বাঁচার সঙ্গে 

কেষ্টর কষ্টকর বাঁচার প্রতিতুলনা করে মন ঢেঁকুর  তুলতে পারে। 

আট বাই দশ ফুটের দোকান, বাজারে। সেখানে সকালে গুচ্ছের দুধ, দই, রুটি বিক্রি হয়। সঙ্গে কেক,বিস্কুট, চা-পাতা,চানাচুর। ইপি নুডলসের পাশে শুয়ে থাকে পাস্তা কিংবা

লেজ্। কুড়কুড়ে। কাচের আলো ঝলমল কুলুঙ্গিতে সাবান, সেন্ট, ব্রাশ, পেস্ট। এখানেই শেষ নয়। একটা দুই বাই আড়াই ফুট টেবিলে স্বপ্ন

বিক্রি হয়। কেষ্ট আবার ব্যঙ্গ করে বলে ডি এ নেই তো কী আছে, আমার কাছে ডিয়ার নিন। লটারির কাউন্টার। মাঝে মাঝে গাঁদার মালায় সেজে ওঠে, প্রাপ্তির দাক্ষিণ্যে। 

 কেষ্ট থাকে একটা মন্দিরের লাগোয়া এক চিলতে ভাড়া বাড়িতে। মা-বউ অসুস্থ। ছেলেটা বি এ ফেল। টো টো করে ঘুরে বেড়ায়। খেয়ালখুশি মতো দোকানে বসে। নিজের সুগার। ওষুধ -ডাক্তারে জর্জরিত কেষ্ট। দোকানঘরের

দেদার দেনা। কিস্তি ফেল আছে কয়েকটা। 

 এপ্রিল থেকে অক্টোবর প্রায় গৃহবন্দি ছিলাম। নভেম্বরে সামান্য বের হলাম। ডিসেম্বরের শুরুতে একদিন পথে দেখি ওর ছেলে কুনালকে। উভয়ের মাস্ক থাকায় ও আমায় চিনল না। কুনাল তার পাশেই মুখোমুখি দাঁড়িয়ে থাকা বন্ধুকে বলছে-- আব্বে, দেশের কে কোথায় কতো কামালো, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। করোনা ছিল বলে না ক' মাসে বাপ ব্যাটা প্রায় বিশ লাখ কামালাম। কেউ প্রাইসরেট দ্যাখেনি,  দাম দর করে নি। বেঁচে থাক লকডাউন। বেঁচে থাক্ মন্দা। মহামারি জিন্দাবাদ !

শব্দব্রাউজ ৫৫ || নীলাঞ্জন কুমার | "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৫৫ || নীলাঞ্জন কুমার 

                        | "আই-যুগ"-এর কবিতা



তেঘরিয়ার বিপাশা আবাসন ২৫। ১২। ২০২০ সকাল আটটা চল্লিশ । তাল বেতাল নিয়ে হরেক চিন্তাভাবনার ভেতরে নিজেকে খুঁজছিলাম, নিজে কতখানি তালে বেতালে । এই খেলার মধ্যে এক আনন্দ থাকে । কল্পনায় নিঃসীম শূন্যে মিশে যাওয়ার মতো ।


শব্দসূত্র : তাল মেলানোর খেলা


তাল মেলানো চলার ভেতর দিয়ে সবাই পৌছোনোর চেষ্টা করে নির্দিষ্ট লক্ষ্যে,  এই যেমন কাজেকর্মে বেরিয়ে তাল মিলিয়ে সারাদিনের সফলতা আদায় করে তবে রাতে বাড়িতে ফেরার পর হোম সুইট হোম বলে চিৎকার করার জন্য কোটি মানুষ তৈরি,  তেমনি বেতালার ভাগ্যে হাজারো দুঃখ লেখা থাকার যন্ত্রণা কেউ খন্ডাতে পারে না । কে আর চায় যন্ত্রণা বন্ধু করতে?  পরিস্থিতি যন্ত্রণা দেয় আবার তার থেকে বেরিয়ে আসার পথ দেখায় ।


মেলানোর প্রক্রিয়া সত্যি কি সকলকে মিলিয়ে দেয়?  সকলে বেঁধে বেঁধে থাকার সংকীর্তন যতই প্রহরে প্রহরে করা যায়,  সবাই কিন্তু নিজেকে আলাদা রাখতে ভালবাসে,  তাতে শরীরে হাওয়া বাতাস আসে ।


খেলা ভাঙার খেলা খেলতে যাওয়ার ভেতরে বে- তালের দিকটি সামনে আসে । সুখের বাসা ভাঙতে কে আর চায়!  সুখ বলতে যারা পার্টিতে কোমর দোলায়,  তারাও জানে এ খেলা নিরন্তর চলে না । একসময় একা হতেই হয় ।

আটপৌরে কবিতা ১৬৩-১৬৫ || অলোক বিশ্বাস || "আই-যুগ"-এর কবিতা

 আটপৌরে কবিতা ১৬৩-১৬৫ || অলোক বিশ্বাস || "আই-যুগ"-এর কবিতা


১৬৩.
পরকীয়া ডিজিটালে বলি
থলির
বাহিরে প্রকাশ্যে খুলেছি নামাবলী
১৬৪.
ডিজিটাল এঁকেছি গাধা
মানতে
পারিনি তোমাদের কোনো বাধা
১৬৫.
গাধাদের কাহিনিও ডিজিটাল
হয়েছে
তৎসম জাগতিক বহুদূর বয়েছে

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২২ || সৌমিত্র রায় || "আই-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২২

সৌমিত্র রায় 

"আই-যুগ"-এর কবিতা

কাঁসাই; ২৬-১২-২০২০; সন্ধ্যা ৫:২১; ছিপ ৷ সাইকেলে ৷ আরোহী ৷ নদীর পাড়ে ৷ টুপি ৷ সোয়েটার ৷ মুষ্টিবদ্ধ হাত ৷ একসাথে ৷ সবাই ৷ উপভোগ করছে শীত ৷ শীত সন্ধ্যা ৷৷ ঘাট ৷ প্রতিমার কাঠামো ৷ ফুল ৷ চাঁদমালা ৷ আবর্জনায় ৷ হুমড়ি খেয়ে পড়েছে ৷ আকাশের অবশিষ্ট লাল আভা ৷৷ লাল আভায় মুখ দেখছে ৷ সব ৷৷ সেল্ফিতে ব্যস্ত পর্যটক ৷ উল্টোদিকে চাঁদের দিকে তাকিয়ে ৷৷ চাঁদ ৷  সে উঠেছে ৷ এই সবকিছু দেখতেই ৷৷ দেখাদেখিতেই সার্থক ৷ এই একমুহূর্তের কবিতা ৷৷ নদীর মাছেরা ৷ মাপছে ৷ মেপেই চলেছে ৷ জোছনার গভীরতা ৷৷ ছিপ ৷ এসব আর কিছুই ভাবছে না ৷ সে ফিরবে ৷ ফিরবে ৷ চাঁদ মেখে ৷ তাতে কী !! যতটা না উষ্ণতা আছে ৷ জোছনায় ৷ বেশী আছে সন্ধ্যার শীত কাতরতা ৷৷ চাঁদমালা ৷ জলে ডোবা ৷ এর সবটুকু বোঝে ৷৷ প্রতিমার কাঠামো ৷ ডুবে আছে ৷ আকাশে ডুবেছে ৷ সূর্য ৷ এইসব ডোবাডুবির ইতিহাস লেখতে ৷ ডুবসাঁতারে উঠে আসছে ৷ আস্ত একটাা দিন ৷ সন্ধ্যাও !|| আনন্দ ||

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...